বাংলার খবর২৪.কম : ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব দিতে ৫৭ পরিদর্শকের পরীক্ষা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি সদর দফতরে পরীক্ষা শুরু হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, পুলিশের সেবার মান বাড়াতে ডিএমপি এ ধরনের উদ্যোগ নিয়েছে। পুলিশি সেবা নিশ্চিত করতে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
৫৭ জনের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে তাদের প্রস্তুত রাখা হচ্ছে বলেও তিনি জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গত বছরও ৫০ জন পরিদর্শকের পরীক্ষা নিয়েছিল ডিএমপি। এদের মধ্যে অনেকেই এখন ডিএমপিতে ওসির দায়িত্ব পালন করছেন।