ডেস্ক : ভারতে নোট বাতিলের পরই সক্রিয় হয়েছে দেশটির আয়কর দফতর। ইতোমধ্যে দেশটির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুরোনো এবং নতুন নোট মিলিয়ে কয়েকশ কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধার করেছে সংস্থাটি।
তবে শনিবার সেই তালিকায় যুক্ত হল কর্ণাটকের এক হাওয়ালা ব্যবসায়ীর নাম। চাল্লাকেড়েতে ওই ব্যবসায়ীর বাড়ির বাথরুম থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকা মূল্যের নতুন নোট, ৩২ কেজি সোনার বিস্কুট এবং গয়না উদ্ধার করেছে আয়কর দফতরের কর্মকর্তারা। এছাড়া ৯০ লাখ টাকা মূল্যের পুরোনো নোটও উদ্ধার হয়েছে।
গোপনসূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। তবে অভিযুক্ত হাওয়ালা ব্যবসায়ীর পরিচয় জানানো হয়নি।
ওই ব্যক্তির বাথরুম, বেসিন এবং দেওয়ালের ভেতর থেকে ২৮ কেজি সোনার বিস্কুট, ৫ কোটি ৭০ লাখ টাকার নতুন ২ হাজারের নোট, ৪ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান