পাবনা শহরের অপ্রশস্ত সড়ক ও দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট গড়ে উঠায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এই ভোগান্তি দূর করতে পাবনা শহরের ফুটপাত দখলমুক্ত করার জন্য বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
রোববার সকাল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের হামিদ রোডের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালায়।
ওসি আব্দুর রাজ্জাক জানান, জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পাবনায় যোগদানের পর জেলার সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসেন। প্রত্যেকটি সভায় প্রধান সমস্যা হিসেবে উঠে আসে আব্দুল হামিদ রোডের যানজট, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকানের পসরা সাজানো এবং যত্রতত্র গাড়ি পার্কিং।
পুলিশ সুপারের নির্দেশে শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ আটোবাইক, রিকশাস্ট্যান্ড এবং ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ শুরু করেছে জেলা পুলিশ। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান চলবে বলে জানান ওসি।