ডেস্ক: সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদগুলোকে সরিয়ে ফেলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত ১১৬ ও ১১৬(ক) বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এগুলো সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে বিচার বিভাগকে সহায়তা করতে হবে।
তিনি আরো বলেন, কোনো শক্তি যখনই সংবিধানকে বাঁকা পথে নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট সেই বাঁকা পথ থেকে সংবিধানকে সোজা পথে নিয়ে এসেছে। কোনো শক্তিকেই পরোয়া করেনি।