বাংলার খবর২৪.কম: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্প। এটিসহ ৪ হাজার ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
নগরীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া বাকি প্রকল্পের মধ্যে ‘বাংলাদেশ রেলওয়ের ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের জন্য ৯৭৫ কোটি ৯৭ লাখ টাকার অপর একটি প্রকল্পও অনুমোদ দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে জুলাই ২০১৪ হতে জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রকল্পে ২০৭ কোটি ৩৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয় একনেকে। প্রাণিসম্পদ অধিদফতর জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নেত্রকোনা, গোপালগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৫টি ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি’ স্থাপন করা হবে।
বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ, সিস্টেম লস কমানো এবং অগ্রিম বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে ‘খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (১ম পর্যায়)’ শীর্ষক ৪২ কোটি ৪৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এছাড়া রফতানিযোগ্য পণ্য সামগ্রী গুদামজাত সুবিধাসহ হ্যান্ডলিং সুবিধা উন্নয়নের লক্ষ্যে ‘তামাবিল স্থল বন্দর উন্নয়ন’ প্রকল্পে ৬৯ কোটি ২৬ লাখ টাকা এবং ৩৩ কোটি টাকা ব্যয়ে ‘নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রমুখ।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে এসব তথ্য উপস্থাপন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান