নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণের ৯ মাসের মধ্যেই ভেঙে পড়েছে ব্রিজ। তবে ব্রিজটি কোন দপ্তর থেকে নির্মাণ করা হয়েছে তার কোন সঠিক তথ্য মেলেনি।
সংশ্লিষ্ট দপ্তরগুলো এর দায় এড়াতে সংবাদকর্মীদের তথ্য সরবরাহ করছেন না। স্থানীয় ইউনিয়ন পরিষদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এমনকি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কেউ এ ব্রিজের দায় নিতে চান না। কোন দপ্তর থেকে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে নির্দিষ্ট করে তাও জানাতে পারেনি এসব বিভাগ।
স্থানীয়রা জানান, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকার জয়বাংলা মোড় থেকে মধ্যপাড়া সড়কে প্রায় নয় মাস পূর্বে ব্রিজটি নির্মাণ করা হয়। গত ৩ ডিসেম্বর ওই সড়কে মাটিভর্তি একটি ট্রাক্টর পারাপারের সময় ব্রিজটি ভেঙে পড়ে। আট দিন অতিবাহিত হলেও কোন দপ্তর থেকে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সচিব অণূপ চক্রবর্তী জানান, ব্রিজ ভাঙার একদিন পর রবিবার তিনি জানতে পেরেছেন। কারা ব্রিজটি নির্মাণ করেছে তিনি তা জানেন না। তিনি শুনেছেন ব্রিজটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৪-১৫ অর্থ বছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঙ্গে বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ সম্পর্কে পরে জানাবেন জানিয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ওই দিন বিকেলে এলজিইডি দপ্তরের উপসহকারী প্রকৌশলী আলম মিয়া জানান, প্রকৌশলী কামরুজ্জামান প্রশিক্ষণে রয়েছেন। তবে রাস্তাটি তাদের দপ্তরের নয়। প্রকল্প অফিস করতে পারে বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান