বাংলার খবর২৪.কম ডেস্ক: আফগানিস্তানে পাঁচ মহিলাকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচ ধর্ষককে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তবে বাকি দুইজনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
যদিও এর আগে দেশটির নিম্ন আদালত এই সাতজনকেই মৃত্যুদণ্ড দিয়েছিল। সে সময় এই সাতজনকে মৃত্যুদণ্ড দেয়ার দুই ঘন্টা পর রায় প্রত্যাহার করা হয়েছিল।
গত মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছেই বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি করে সপরিবারে বাড়ি ফেরার পথে পাঘমান এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
বিচারক হাকিকি বলেন, গত মাসে আটজন লোক ওই পরিবারের গাড়িটিকে গতিরোধ করে। তাদের মধ্যে কয়েকজন পুলিশের পোশাকধারীও ছিল। ওই সময় তারা চার মহিলাকে গণধর্ষণ করে। এদের মধ্যে একজন মহিলা গর্ভবতিও ছিলেন। সেই সময় পরিবারের সদস্যরা মারধর ও ডাকাতিরও শিকার হয়েছিলেন।
চলতি মাসের শুরুতে দেশটির নিম্ন আদালত এ ঘটনায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে দুইঘন্টা পর মৃত্যুদণ্ড প্রত্যাহার করে। এতে দেশটির রাস্তায় বিক্ষোভ শুরু হয়।
সূত্র: আল-জাজিরা