প্রায় ৩ কোটি টাকা দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ক্রিস গেইলকে দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস। পাঁচ ম্যাচে খেলে গেইল চিটাগংকে উপহার দিয়েছেন মোট ১০৯ রান। তবে কি গেইলের ১০৯ রানের মূল্য ৩ কোটি? চড়া দামে কিনেও কতটুকু লাভ হল তামিমদের? এমন নানা ঘুরপাক খাচ্ছে ভাইকিংস সমর্থকদের মনে।
৫ ম্যাচে গেইলের ফিগার দাঁড়াল ৪০+১৯+১+৫+৪৪ = ১০৯ রান। নেই কোনো অর্ধশতক। শতক তো বেশ দূরের কথা। যে বিষয়টি দাগ কেটেছে ক্রিকেটপ্রেমীদের মনেও। আফজাল নামের এক ভক্ত বলেন, ‘পাঁচ ম্যাচে একটা অর্ধশতকও করতে পারল না গেইল।’
অথচ বিপিএলের পেছনের আসরগুলোতে চোখ বুলালে বেশ উজ্জ্বল দেখা যায় গেইলকে। বিপিএলে এর আগে বরিশাল বার্নার্স, ঢাকা গ্লাডিয়েটরস ও বরিশাল বুলসের হয়ে খেলে গেছেন।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি তাঁর। ১০ ম্যাচে ৭৭.২৮ গড়ে রান ৫৪১। ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন দুইটি। ২০১৩ সালে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন একটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান