মুন্সীগঞ্জ স্টেডিয়ামে নবান্ন মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মো. রবিউল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকার মো. কিরনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগরদোলাটি দ্রুতগতিতে ঘোরার সময় কিশোর রবিউলের নাখ ও মুখ দিয়ে হঠাৎ রক্ত বের হতে শুরু করে। পরবর্তী সময়ে মেলার লোকজন তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক লাবিব ইবনে আবদুল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রবিউল মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরের মৃত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার ব্যাপারে জানান, নাগরদোলায় চলার সময় কিশোর রবিউলের নাখ-মুখ দিয়ে উপর্যুপরি রক্ত বের হতে শুরু করে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান