নারায়ণগঞ্জ: এই প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬টি রাজনৈতিক দলের মেয়র প্রার্থী চূড়ান্ত হলেও মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী, বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান। আর এদের সাথে কিছুটা আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির মেযর প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল।
জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কিন্তু তন্মধ্যে ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। এরপর বাদ পড়া বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী এড. সুলতান মাহমুদ মনেনয়নের বৈধতা ফিরে পেতে আপীল করলেও তা খারিজ হয়ে যায়। ফলে মেয়র প্রার্থী হিসেবে ৮ জন প্রার্থীই রয়ে যান।
কিন্তু এখন বিএনপি মনোনীত এড. সাখাওয়াত হোসেনকে সম্প্রতি ২০ দলীয় জোট সমর্থন দেয়ায় বিশ দলের মধ্যে থাকা কল্যান পার্টির মেয়র প্রার্থী রাশেদ ফেরদৌস এবং লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মেয়র প্রার্থী কামাল প্রধানের মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
ফলে ৬ জন মেয়র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের ডা: সেলিনা হায়াত আইভী, বিএনপির এড. সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির এড. মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাসুম বিল্লাাহ ও ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মুফতী এজহারুল হক নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।
তবে মেয়র প্রার্থী ৬ জন হলেও যেমন মাঠ চষে বেড়াচ্ছেন, তেমনি আলোচনায়ও আছেন শুধুমাত্র ৩ জন মেয়র প্রার্থী। এরা হলেন, আইভী, সাখাওয়াত ও ইসমাইল। জনগণের মুখে ছাড়াও গণমাধ্যমে প্রতিদিনই সংবাদ শিরোনামে আসছেন তারা। কিন্তু দেখা মিলেনি অপর ৩ প্রার্থীকে।
সরেজমিন দেখাগেছে, গতবারের নির্বাচিত হওয়ার আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী আছেন আলোচনার তুঙ্গে। নির্বাচনী প্রচারনা থেকে রাজনৈতিক ভাবেও প্রতিদিন নানা আলোচনা সমালোচনা চলছে তাকে নিয়ে। বিভিন্ন স্থানে গিয়ে গণসংযোগও করছেন।
অপরদিকে, ব্যাক্তি হিসেবে ক্লীন ইমেজের হলেও জনপ্রতিনিধি নির্বাচনে নতুন প্রার্থী হওয়ায় একটু আগে থেকেই জনসম্পৃক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান। যেহেতু তিনি দেশের বৃহত্তম প্রধান বিরোধী দলের একজন প্রার্থী সেহেতু জনমনেও আলোচিত হচ্ছেন বেশ তিনি। এছাড়াও নারায়ণগঞ্জের সাত খুনের বাদী পক্ষের আইনজীবী হয়ে মিডিয়ায় বেশ আলোচিত হওয়ায় একটু বাড়তি সুবিধা পেয়েছেন এড. সাখাওয়াত হোসেন খান।
অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল শ্রমিক নেতা হওয়ার সুবাদে শ্রমিকদের কাছে যতটা পরিচিত মুখ, জনসাধারনের কাছে ততটাই অপরিচিত। তারপরেও বিপ্লবী ওয়ার্কাস পার্টির এই মেয়র প্রার্থী নিয়মিত প্রচারনা চালিয়ে যাচ্ছেন নিজের বিজয় নিশ্চিত করা লক্ষ্যে।