ডেস্ক: যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস ম্যাটিসের নাম ঘোষণা করেছেন।
ওহিওতে একটি সমাবেশে ম্যাটিসের নাম ঘোষণার সময় তার প্রশংসা করে ট্রাম্প বলেন, ও-ই সেরা।
ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ইরান-সংক্রান্ত নীতির কট্টোর সমালোচক ছিলেন ‘ম্যাট ডগ’ খ্যাত এই জেনারেল ম্যাটিস। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তির জন্য ইরাককে সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন ম্যাটিস। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর সিনসিনাতিতে সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন এক অনুষ্ঠানে ম্যাটিসের নাম ঘোষণা করেন ট্রাম্প।
সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ম্যাট ডগ ম্যাটিসকে আমরা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি।’ ৬৬ বছর বয়সী ম্যাটিসকে এর আগে ‘জেনারেলদের একজন সত্যিকার জেনারেল’ বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।
১৯৯১ সালে প্রথম গালফ যুদ্ধে একটি ব্যাটেলিয়ানকে নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। ২০০১ সালে আফগানিস্তান যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। ম্যাটিস ২০০৩ সালে ইরাক আক্রমণেও অংশ নিয়েছিলেন এবং বছরখানেক পর ফালুজা যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান