বাংলার খবর২৪.কম : রাজধানীর গুলশানের উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজার ও সুপার মার্কেটের সামনের ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ করেছে ছাত্রলীগ।
সোমবার বিকেল চারটার দিকে দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ফুটপাতের নিয়ন্ত্রণ নেওয়া ও চাঁদা না দেয়ায় তারা এই দোকানগুলো উচ্ছেদ করেছে।
একজন ব্যবসায়ী শীর্ষ নিউজকে অভিযোগ করে বলেন, গুলশান থানা শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ও জাকিরের নেতৃত্বে ফুটপাতের শতাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়। এ সময় দোকান বন্ধ করতে দেরি হলে তারা বেশ কিছু দোকানে ভাঙচুর চালায়।
তিনি আরো জানান, এর আগে সকালে একবার কয়েকজন ছাত্রলীগকর্মীরা দোকান বন্ধ করার নির্দেশ দেয়।
তবে ব্যবসায়ীদের এ অভিযোগ অস্বীকার করেছেন গুলশান থানা ছাত্রলীগের সভাপতি এসএম সাঈদুল ইসলাম সোহাগ। তিনি জানান, চাঁদার জন্য দোকানগুলো বন্ধ করা হয়নি। ফুটপাত পরিষ্কার করতেই এগুলো বন্ধ করা হয়েছে।
তিনি আরো জানান, ছাত্রলীগের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আসায় এগুলো বন্ধ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ফুটপাতে পুলিশও দোকান বসতে দেয় না। ফুটপাতে দোকান বসলে পথচারীদের হাটতে সমস্যা হয়। তবে পুলিশ ছাড়া অন্য কেউ দোকান উচ্ছেদ করছে কিনা, তা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়েও আসেনি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান