ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত একসঙ্গে ১০ লাখ সেনা মোতায়েন করছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও এখন পর্যন্ত বিশ্বের আর কোথাও, কখনও একসঙ্গে এত সেনা মোতায়েন করার নজির নেই।
এ ব্যাপারে আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, এতো সেনা একসঙ্গে মোতায়েন জাতিসংঘের গৃহীত প্রস্তাবের পরিপন্থী। পাশাপাশি, গত চার মাসে ভারত প্রচুর কাশ্মীরিকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা রক্তপাত ঘটাচ্ছে, এমন অভিযোগ তুলে নাফিস জাকারিয়া বলেন, পাকিস্তান শান্তিপূর্ণভাবে ভারতের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলতে চায়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবারই কাশ্মীরের নাগরোটায় পাক জঙ্গিদের হামলায় সাত জওয়ান শহিদ হন।
সূত্র: কলকাতা ২৪
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান