মিসবাহ-উল-হকের অনুপস্থিতিতে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে নেতৃত্ব দেয়া আজহার আলীর ম্যাচ ফির পুরো টাকাই জরিমানা করা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ‘স্লো ওভার রেট’ এর কারণে পাকিস্তান একাদশের অন্য সব সদস্যকেও জরিমানা করা হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেডন পার্কে সিরিজের শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বল করেছে পাকিস্তান। নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং অধিনায়ক হিসেবে আজহারকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজহার দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় তাকে কোনো আনুষ্ঠানিক শুনানির মুখোমুখি হয়ে হয়নি।
শেষ সেশনে ৯ উইকেট হারিয়ে ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে পাকিস্তান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান