গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের আরও ১৪৪ বস্তা ধান বুঝে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ।
আদালতের নির্দেশে চতুর্থ দিন রোববার ধান কাটার পর সাঁওতালদের ১৪৪ বস্তা ধান বুঝিয়ে দেওয়া হয়েছে বলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের প্রায় একশত শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ধান কাটে।
এর আগে বৃহস্পতিবার ২৬ বস্তা, শুক্রবার ৫৬ বস্তা ও শনিবার ৬৭ বস্তা ধান সাঁওতালদের কাছে তুলে দেয় মিল কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনা পরিচালক আওয়াল বলেন, বৃহস্পতিবার প্রায় আড়াই একর, শুক্রবার নয় একর, শনিবার প্রায় দশ একর ও রোববার প্রায় ১২ একর জমির ধান কাটা হয়েছে।
আদালতের নির্দেশ মতে মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের চার দফায় ৩০২ বস্তায় ধান বুঝিয়ে দেওয়া হয়েছে।
রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের পর গত ১১ নভেম্বর এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ জমিতে সাঁওতালদের চাষের ধান কাটতে দেওয়ার দিতে হবে, নয়ত চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেবে বলে নির্দেশ দেয়।
সরকারি হিসাবে সাঁওতালরা ৪৫ দশমিক ৫০ একর জমিতে ধান চাষ করেছে। এরমধ্যে ৩০ একর জমির ধান পেকে কাটার উপযোগী হয়েছে। বাকি ধান কাটার উপযোগী হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
তবে উচ্ছেদ হওয়া সাঁওতালদের ভাষ্য, তারা ১০০ একর জমিতে ধান এবং প্রায় ৮০০ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করেছিলেন।
গত ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা ওই জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়।
রোববারও ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।