ডেস্ক : ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সাক্ষাৎ চাওয়ার প্রসঙ্গ টেনে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা (বি) চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছে গিয়ে কী করবেন? আমি নিজে ছিলাম, জানি। সংবিধান বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলিবেন। তিনি (প্রধানমন্ত্রী) যা বলবেন, তাকে তা শুনতে হবে।’
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের আন্দোলনের পরিবর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করার পরামর্শ দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি।
শুক্রবার ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
খালেদা জিয়ার নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব প্রসঙ্গে বি চৌধুরী বলেন, ইসির চেয়ে নির্বাচনকালের নিরপেক্ষ সরকার বেশি গুরুত্বপূর্ণ। পুরোপুরি নিরপেক্ষ না হলেও ‘নিরপেক্ষতার কাছাকাছি’ সরকার।
এ সময় তিনি বলেন, ‘আন্দোলন করা উচিত নিরপেক্ষতার কাছাকাছি সরকারের জন্য। সর্বদলীয় সরকার নিরপেক্ষতার কাছাকাছি হতে পারে।’
তিনি বলেন, ‘আজকের সরকারের মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি, প্রাইম মিনিস্টার হেজ ম্যাক্সিমাম পাওয়ার। একমাত্র শক্তিশালী ব্যক্তি সরকারের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে হবে।’
বি চৌধুরী বলেন, ‘যে ডায়ালগ খালেদা জিয়া মিস করেছেন, সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়েছেন, আজকে উনার বক্তব্য সঙ্গে সঙ্গে বাতিল করে দেয়। বক্তব্য শেষ হওয়ার আগেই বাতিল হয়ে যায়।’
তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নেতিবাচক হিসেবে না দেখে তিনি বলেন, ‘প্রেসিডেন্টের কাছে যান ভালো। তিনি দেশের এক নম্বর গণ্যমান্য ব্যক্তি- এটা ঠিক আছে। কিন্তু করার ক্ষমতা তার তো কিছু নাই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান