ডেস্ক : ইসরাইলের উত্তরের শহর হাইফা’র বনাঞ্চলজুড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাণভয়ে পালাচ্ছেন ওই অঞ্চলের হাজার হাজার মানুষ। আর এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এই অগ্নিকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানোর কোন প্রমাণ পাওয়া গেলে সেটাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবেই বিবেচনা করা হবে।
দুই মাস ধরে চলমান খরা পরিস্থিতি এবং এর সাথে যুক্ত হওয়া ঝড়ো বাতাসে আগুনের ভয়াবহতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য অঞ্চলেও।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় বলেন, যে বা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আগুনের সূত্রপাত ঘটিয়েছে তারা যেই হোক না কেন শাস্তি পাবে।
তিনি বলেন, “আমরা আগুন সন্ত্রাসের শিকার হয়েছি। আর এই আগুন সন্ত্রাসীদের সাথে সাথে আমাদের বিশৃঙ্খলা এবং আগুনের তাণ্ডবও মোকাবেলা করতে হচ্ছে। এই সব ধরনের হুমকিকেই আমরা একইভাবে গুরুত্ব দিয়ে দেখছি। আর এজন্য যারা দায়ী তাদেরকে জব্দ করতে আমরা আমাদের সব ধরনের বৈধ শক্তির প্রয়োগ ঘটাবো।”
“সব ধরনের বিবেচনাতেই এটা একটা অপরাধ, আর আমাদের দৃষ্টিতে এটা একইসাথে সন্ত্রাসীবাদও। এরই মধ্যে এই সন্ত্রাসের শিকার হয়ে অনেক মানুষ পুড়ে গেছেন।”
হাজার হাজার মানুষের পলায়ন
আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে হাইফা শহরের আকাশ। প্রায় ৮০ হাজার বাসিন্দাকে শহর ত্যাগ করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে শহরের বেশ কিছু বাড়ি-ঘর আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ন্ত্রনে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু ভয়াবহ মাত্রায় আক্রান্ত অঞ্চলগুলোতে বেশ কিছু বাড়ি-ঘর এমনভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে, যা মেরামত করা সম্ভব নয়, একেবারে নতুন করে গড়তে হবে।
হাইফা শহরের সাথে রাজধানী তেলআবিবের মূল হাইওয়ে (সড়ক) বৃহস্পতিবার কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ ছিল যখন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছিলেন।
আগুনে বাড়ি-ঘর বিধ্বস্ত হওয়ার পরিধি বিস্তার লাভ করে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরের (West Bank) কিছু অঞ্চলকেও আক্রান্ত করেছে যেখান থেকে জেরুজালেম খুব কাছে। অনেক সহায়-সম্পদও নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে।
চার ইসরাইলি ফিলিস্তিনি আটক ও মুক্তি
ইসরাইলি কর্তৃপক্ষ ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ইসরাইলি ফিলিস্তিনিকে আটক করে। কিন্তু আটকের পর পরই তাদেরকে ইসরাইলের একজন বিচারক মুক্তি দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো কোন তথ্য-উপাত্ত না থাকায় বিচারক তাদের মুক্তি দেয় বলে খবরে প্রকাশ।
এদিকে, ইসরাইলের শিক্ষামন্ত্রী ও ডানপন্থী ইহুদি দল “ইহুদি হোম পার্টি’র” (Jewish Home party) নেতা নাফটালি বেনেট (Naftali Bennett) আরব অথবা ফিলিস্তিনিরা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দেন।
তিনি এক টুইট বার্তায় বলেন, শুধুমাত্র ওই সমস্ত শক্তি যাদের অস্তিত্বে আমার দেশ বিশ্বাস করে না, তারাই এ ধরনের অগ্নিকাণ্ড ঘটানোর সামর্থ্য রাখে।
এদিকে, ইসরাইলি শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (Mahmoud Abbas) ফাতাহ আন্দোলন (Fatah movement )।
ওই আন্দোলনের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলা হয়, ফিলিস্তিনিদের দোষারোপ করতে আগুনের ইস্যুকে উস্কে দেয়ার দেষ্টা করছে ইসরাইলি কর্মকর্তারা।
এক বিবৃতিতে ফাতাহ আন্দোলন আরো জানায়, “যা পুড়ছে তা হলো ঐতিহাসিক ফিলিস্তিনের বৃক্ষ এবং ভূখন্ড।”
তদন্ত চলছে
ইসরাইলি পুলিশের মুখপাত্র, মিকি রোসেনফেল্ড (Micky Rosenfeld) বলেন, “এই মুহুর্তে আমরা তদন্ত করে জানার চেষ্টা করছি- কিভাবে আগুনের সূত্রপাত হলো। আমাদের দৃঢ় বিশ্বাস ওই বনাঞ্চলে লুকিয়ে ছিল এমন কেউই এই আগুনের সূত্রপাত করে থাকতে পারে।”
তিনি বলেন, “আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট এসেছে। তার ভিত্তিতে আমরা আগুন নিয়ন্ত্রনের কাজের পাশাপাশি শহরের আশপাশে ও ভেতরে যেসব পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা খতিয়ে দেখছি।”
এদিকে, তুরস্কসহ কয়েকটি দেশ আগুন নিয়ন্ত্রনে ইসরাইলকে সহায়তার প্রস্তাব দিয়েছে। সামনের দিনগুলোতে বাতাসের মাত্রা আরো বেড়ে যেতে পারে এবং এর ফলে আগুনের তীব্রতা আরো ভয়াবহ রুপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন। (সূত্র: আলজাজিরা, বিবিসি ও অন্যান্য গণমাধ্যম)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান