ডেস্ক: ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসের (‘র’)’র সাবেক প্রধান এ এস দুলাত বলেছেন, আগে কখনো কাশ্মির পরিস্থিতি এত খারাপ হয়নি। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘কাশ্মির: অশান্তির কারণ, শান্তির পথ’ বিষয়ক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কাশ্মির পরিস্থিতি এতটা খারাপ হতে কখনো দেখা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মির সমস্যা সমাধান খুঁজে পেতে সময় হারাচ্ছেন। কাশ্মিরিদের আশা তিনি(মোদি) সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পথে চলবেন।’
দুলাত বলেন, ‘পাকিস্তান বিচ্ছিন্নতাবাদীদের কাছে টানার ব্যর্থ চেষ্টা করেছে। এখন বিচ্ছিন্নতাবাদীরা সঙ্গে আসছেন, এ রকম হয়েছে কারণ, দিল্লির কাছে এ বিষয়ে সময় নেই।’
তিনি প্রতিরক্ষামন্ত্রীর ওই বিবৃতির উল্লেখ করেন যাতে বলা হয়েছিল, নোট বাতিলের ফলে কাশ্মির উপত্যাকায় পাথর ছোঁড়ার ঘটনা বন্ধ হয়ে গেছে। গত ১৪ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর ওপর পাথর ছোঁড়ার জন্যে ৫০০ রুপির নোট দেয়া হতো। অন্য বড় কোনো হামলা চালাতে পারলে ১০০০ রুপি। কিন্তু নোট বাতিলের জেরে সেই হামলা বন্ধ হয়েছে।’
এ এস দুলাত অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর ওই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, ‘নোট বাতিলের আগেই পাথর ছোঁড়ার ঘটনা বন্ধ হয়েছে।’
সন্ত্রাসবাদ এবং জাল টাকার মধ্যে সম্পর্ক থাকলেও এতে কিছু অতিরঞ্জিত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেশী দেশ রাজ্যে তাদের ভূমিকা হারিয়েছে বলে মন্তব্য করে দুলাত বলেন, আমাদের ভুলে গেলে চলবে না পাকিস্তানে ২০১৩ সালের নির্বাচনে কাশ্মির ইস্যু ছিল না।
গত সেপ্টেম্বরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাশ্মিরে চলমান সহিংসতায় হতাহতের ঘটনায় এ এস দুলাত বলেছিলেন, ‘ওই সহিংসতা সত্ত্বেও সরকার ক্ষুব্ধ লোকজনদের কাছে পৌঁছাতে এবং তাদের সঙ্গে কথা বলার লক্ষ্যে কিছু করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।’ কাশ্মিরের মানুষদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে, তাদের প্রতি বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন বলেও তিনি সেসময় মন্তব্য করেন। সূত্র: পার্সটুডে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান