বাংলার খবর২৪.কম ডেস্ক : মাল্টায় একটি জাহাজ ডুবির ঘটনায় ৫০০ অভিবাসী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে অপর একটি জাহাজের আঘাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তবে ওই জাহাজের জীবীত দু’জন ফিলিস্তিনি নাগরিক আন্তর্জাতিক অভিবাসী সংস্থাকে জানিয়েছেন, পাচারকারীরা পরিকল্পিতভাবে জাহাজটি ডুবিয়ে দিয়েছে।
তারা জানান, সেপ্টেম্বরের শুরুতে জাহাজটি মিশরের ডামিয়েট্টা ছেড়ে এসেছিল।
এদিকে লিবিয়া উপকূলেও ২৫০ অভিবাসীবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ২০০ মানুষ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি বছরগুলোতে এরকম হাজার হাজার অভিবাসী ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এরা সবাই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাচ্ছিলেন।
অনিরাপদ এবং অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।