বাংলার খবর২৪.কম, সুনামগঞ্জ : সুনামগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগে গণধোলাই দিয়ে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের কাজির পয়েন্ট এলাকার জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক আব্দুর রহিম (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরারকান্দা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক স্কুল শিক্ষিকাকে দীর্ঘ দিন ধরে ওই বখাটে উত্যক্ত করে আসছিল। সোমবার সন্ধ্যায় স্কুল শিক্ষিকা ষোলঘর আবাসিক এলাকাধীন বাসায় ফেরার পথে তাকে উত্যক্ত করে ওই বখাটে। ঘটনাটি দেখে এলাকাবাসী ধণধোলাই দিয়ে বখাটে রহিমকে পুলিশে সোপর্দ করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটে আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।