ঢাকা দোহার প্রতিনিধি : ঢাকার দোহারে অবৈধভাবে মুকসুদপুরের ফুলতলা, নারিশার শিমুলিয়া ও জালালপুুর এবং শিলাকোঠা ইউনিয়নে অপরিকল্পিত ভাবে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া গড়ে উঠেছে একাধিক ইটের ভাটা। জানা যায়, সরকারি স্বীকৃত ও সংরক্ষিত ছাড়পত্র পেতে হলে স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসা, বসতি এলাকা থেকে তিন কিলোমিটার দুরে থাকতে হবে। এই সব ইটের ভাটায় নষ্ট হচ্ছে ফসলী জমি ও ডাঙ্গায় বিভিন্ন ফলের গাছ। সরেজমিনে দেখা যায়, ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলায়। পদ্ম বিশ্ববিদ্যালয় ও মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র একশত গজ দুরে সরকারী অনুমতি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া গড়ে উঠেছে ছমির খালাসীর ইটের ভাটা। কৃষক জমির শেখ জানান, দশ বছরের জন্য অন্যের জমি লিজ নিয়েছি, ইটের ভাটার দোঁয়ায় জমিনের ধান,পাট ইত্যাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ইটের ভাটার ছাই উড়ে বাড়িতে ফলের গাছগুলোর ফল নষ্ট হয়ে যাচ্ছে। কামাল খাঁ, জব্বার বেপারীসহ সকলের দাবী ইটের ভাটা গুলো এলাকা থেকে বন্ধ করে দেওয়া হোক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান