বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে শিশুসহ ৩৪ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১১জন নারী, ১৮জন পুরুষ ও ৫শিশু রয়েছে। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে এদের বাড়ি ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৬ ব্যাটালিয়নে আমড়াখালী চেকপোস্টের হাবিলদার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে অবৈধ ভাবে বেনাপোল সীমান্ত অতিক্রম করে শিশুসহ একদল নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাচ্ছে। এসময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী এলাকার বিজিবি চেকপোস্টে একটি বাসে তল্ল¬াশী করে তাদের আটক করা হয়। আটককৃতদের রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন , আটককৃতদের মামলা দিয়ে শুক্রবার দুপুরে থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান