লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রাম থেকে ২৩ বছরের বয়সী এক তরুনী লাশ উদ্ধারের ১২ দিন পর এ ঘটনার সাথে জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের মো: সিরাজ আনসারের পুত্র মো: সোহেল (৩২) ও লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের আবুল কাসেমের পুত্র মো: সোহেল (২৩) আটক করে। তবে ঘটনার ১২ দিন পার হলেও তরুনী পরিচয় মেলেনি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এস আই মো: জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার চর মনসা গ্রাম থেকে গত ৯/১০/১৬ রোজ বুধবার দুপুরে ২৩ বছর বয়সী এক তরুনী লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ওই রাতেই সদর থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ দিন পর্যন্ত পুলিশ এ তরুণী হত্যার ঘটনায় জড়িত ধরতে পুলিশ অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ ২ জনকে আটক করে।
আটকের এক পর্যায়ে আটককৃতরা জানান, ঘটনার দিন গত ৬/১০/১৬ মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে রামগতি- লক্ষ্মীপুর সড়কের উপর ওই তরুনী দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে মটরসাইকেলে তুলে নেয় ২ বন্ধু পরে।
ওই মেয়েটি চরমনসা গ্রামে নিয়ে অবৈধ মেলামেশা করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে আটককৃত ২ জন। কিন্তু রাজি না হওয়ার সারারাত চেষ্টা করতে থাকে ২ বন্ধু। পরে এক পর্যায়ে ভোর হওয়ার আগেই তরুণী ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ড্রেনে লাশ ফেলে রেখে চলে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবদুল্লাহ আল মামুন ভৃঁইয়া বলেন, তরুনীকে হত্যার ঘটনার সাথে জড়িত ২ আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্চায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের নির্দেশে আসামীদের সোমবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত মটরাসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান