বাংলার খবর২৪.কম, শরীয়তপুর : শরীয়তপুর সদর উজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আজগর খান (৫০) সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় পৌর এলাকার বাঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার স্বজনরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পালং থানা পুলিশ। এলকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
শরীয়তপুর পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আজগর খানের সঙ্গে শরীয়তপুর আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের সঙ্গে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরধরে সোমবার বিকেলে ফারুক চৌকিদারের সমর্থকরা আজগর খানের ওপরে হামলা করেছে বলে অভিযোগ আজগরের স্বজনদের। তাকে গুলি করেছে বলেও দাবি তাদের। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সালাম তপাদার, ওসমান ছৈায়াল, মীর হোসেন চৌকিদার, সাদ্দাম চৌকিদার ও ইকবাল ফকির আটক করেছে।
আলী আজগর খানের ভাই মমিন আলী খান বলেন, ফারুক চৌকিদার বিভিন্ন মানুষের জমি দখল করে। আমার ভাই এর প্রতিবাদ করতো। এ কারণে ক্ষুব্ধ হয়ে ফারুক চৌকিদারের সমর্থকরা তাকে হত্যা করার জন্য গুলি করেছে।
শরীয়তপুর আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার মুঠো ফোনে বলেন, আজগর খান দলবল নিয়ে দুপুরে আমার ভাইকে মারধর করেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে আমার কর্মীদের শান্ত রেখেছি। তবে তাকে কে বা কারা হামলা চালিয়ে গুলি করেছে তা আমার জানা নেই। প্রতিপক্ষ হিসেবে আমাকে ঘায়েল করার জন্য আমার উপর দোষ চাপানো হচ্ছে।
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভির হায়দার বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র শস্ত্রসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান