মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বাজার থেকে সাড়ে চার মণ ঝাটকাসহ দুটি ট্রলার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আটক করা হয় তিনজনকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার ভোরে এসব জাটকা আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন জুলহাস সরদার (৩০), জহিরুল শিকদার (৪৫) ও কালু আকন (৪৪)।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. সাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজারে অভিযান চালান র্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সাড়ে চার মণ ঝাটকা ও দুটি ট্রলার জব্দ করা হয়।
এ সময় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
আটক জাটকা বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান