“অনেক কষ্ট করে টাইট শিডিউলের মাঝেও ‘ধূমকেতু’ সিনেমার কাজ শেষ করেছি। এমনকি জ্বর নিয়ে রাতের বেলাও শ্যুটিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে রিলিজ পাবে সিনেমাটি। তবে সিনেমার পোস্টার দেখে এখন আমি পুরোপুরি আশাহত।
যারা পোস্টার নকল করছেন তাদের মানসিকতা কত খারাপ সেটা আরও একবার প্রমাণ হলো। পোস্টার দেখার পর এই ছবি নিয়ে আমি আর কোনো আগ্রহ দেখাতে রাজি নই।” এমনভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি। সম্প্রতি ‘ধূমকেতু’ সিনেমার একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, তামিল সিনেমার নায়িকা কাজল আগারওয়ালের ছবির মাথা কেটে সেখানে বসানো হয়েছে পরীমণির চেহারা। তারপরই শুরু হয়েছে আবারও সেই পোস্টার নিয়ে বিতর্ক। এ প্রসঙ্গে পরীমণি জানান, “এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই উপহার দিলো প্রযোজক ও পরিচালক। আমার অনেক ভালো ছবি ছিল যেটা দিয়ে পোস্টার করলে আরও ভালো করা যেত। যারা করেছেন তারা হয়তো ভুলে গেছেন এখন তথ্য আদান-প্রদানের যুগ। কোনোকিছুই চাপা রাখা যায় না। তাদের রুচি আসলেই খারাপ। সময় হয়েছে এই জোচ্চুরি ঠেকানোর।”
এই প্রসঙ্গে পরিচালক শফিক হাসান বলেন, এটা একটা মিসটেক কিংবা মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে। প্রেস থেকে আমাদেরকে প্রায় ২০টা পোস্টারের স্যাম্পল পাঠানো হয়েছিল। এটি ছিল সেগুলোর মধ্যে একটি। আমরা কিন্তু এটি বাছাই করিনি। জাস্ট স্যাম্পল দেখানো হয়েছিল আমাদেরকে। তবে কীভাবে যেন এই স্যাম্পলটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আশ্বস্ত করতে পারি যে এটি পোস্টার আকারে প্রকাশ হবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান