বাংলার খবর২৪.কম ডেস্ক : কথায় বলে শম্বুক গতি৷ কথায় কথায় যারা শামুক নামক প্রাণীটির চলার গতি নিয়ে কথা বলেন তাদের মুখে কুলুপ৷ সমালোচকদের সেই মুখের বুলিকে মিথ্যা প্রমাণ করেছেন জোহ্যামার নামের এক ইঞ্জিনিয়ার৷
অবাক হচ্ছেন তো? অবাক হবেন না শামুক নামের প্রাণীটি ঝড়ের বেগে চলবে না৷ চলবে শামুক আকৃতির নতুন বাইক৷ বাইকটির নাম ইলেকট্রো ক্রুশিয়ার৷
প্রাথমিকভাবে ব্যাটারি চালিত বাইকটির আকৃতি দেখলে মনে হবে ইলেকট্রনিক্স কলকব্জাওয়ালা একটি শামুক৷ গাড়িটি তৈরি করেছে অস্ট্রিয়ার গাড়ি তৈরির সংস্থা লিঞ্জ৷
গাড়িটির স্পিড ইনডিকেটর ও চার্জ ইন্ডিকেটর ও আয়না প্যানেলটিকে কিছুটা ব্যতিক্রম আকারে তৈরি করা হয়েছে৷ এর মধ্যে থাকা ব্যাটারি দীর্ঘক্ষণ চলবে৷
১২.৭ কিলোওয়াটের ব্যাটারির মূল ধারণ ক্ষমতা রয়েছে বাইকটিতে৷ একবার চার্জের মাধ্যমে ২০০ কিলোমিটার ভ্রমণ করতে পারবে গাড়িটি৷ এবার আশা যাক দামের প্রসঙ্গে৷ বাজারের আর চারটে বাইকের থেকে এর দাম অনেকটাই বেশি৷
নতুন এই বাইকটির দাম ৩৪৬৩০ মার্কিন ডলার ভারতের বাজারে যা দুই লাখ ৭৭ হাজার টাকার কাছাকাছি৷ দাম হয়তো একটু বেশি কিন্তু তাতে কি যারা শামুকে চড়ে উড়তে চান তারা কেনার কথা ভাবতেই পারেন৷-ওয়েবসাইট।