নীলফামারীর ডোমার উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সুমি রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু সুমি ওই ইউনিয়নের দিনমজুর বিকাশ চন্দ্র রায়ে মেয়ে ও সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সুমি সকালে বাড়ির বাইরে খেলতে যায়। খেলা শেষে স্কুলে যাওয়ার সময় হলে সে বাড়ি ফিরে আসে। এ সময় ঘর তালাবদ্ধ দেখে বেঁড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে তার ওড়না বেঁড়ার সঙ্গে আটকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবার ও এলাকাবাসীর অনুরোধে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।