বাংলার খবর২৪.কম : রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় সোমবার ভোরে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হয়েছেন। আর এক আসামি নিহত হয়েছেন গুলিতে। ঘটনার পর নিহতের দুই সহযোগী ও এলাকাবাসীর তথ্যে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন শীর্ষ সন্ত্রাসী কাইল্যাবাবু।
এভাবেই মগবাজারের কথিত বন্দুকযুদ্ধের বর্ণনা দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসামি নিহতের ঘটনা বহু আগ থেকেই বিতর্কিত। এর মধ্যে রোববার মুগদায় ও সোমবার মগবাজারে দুজন নিহতের ঘটনা ঘটেছে। মগবাজারের ঘটনা নিয়ে সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ।
গত ২৮ আগস্ট রাতে মগবাজারে খুন হন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন। রেলওয়ের জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ঘর নিয়ে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে। ঘটনার পরদিন রাতে শীর্ষ সন্ত্রাসী কাইল্যাবাবুসহ ১৫ জনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা করেন নিহত রানুর ভাই শামীম ওরফে কালাচান।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “মগবাজারে তিন খুনের ঘটনায় বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন প্রধান আসামি কাইল্যাবাবু। তিনি সোমবার ভোর পৌনে ৪টায় বাদী পক্ষের ওপর হামলার পরিকল্পনা নিয়ে রমনা থানাধীন মগবাজার বেপারী গলিতে সহযোগিদের নিয়ে অস্ত্রসহ জড়ো হচ্ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ সুবিধাজনক এলাকায় অবস্থান নেয়।
তিনি বলেন, “সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথারি গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পুলিশ ধাওয়া করে রাজিব হাসান (২৭) ও আল আমিন (৩১) নামের দুজনকে গ্রেফতার করে। চার-পাঁচজন সন্ত্রাসী গুলি করতে করতে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেছে উল্লেখ করে মনিরুল বলেন, “পুলিশের কাছে কাইল্যাবাবু’র চেহারা পরিচিত না হলেও গ্রেফতার হওয়া দু’জন জানিয়েছেন নিহত ব্যক্তি কাইল্যাবাবু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। আর সন্ত্রাসীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে নিজেদের গুলিতে নাকি পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন সেটি তদন্তের পর বলা যাবে।
আরেক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর পাল্টা প্রশ্নে বলেন, “পুলিশ ঘটনাস্থলে লাঠি নিয়ে যাবে নাকি অস্ত্র নিয়ে যাবে?” এ সময় তার পাশে বসা উপকমিশনার (মিডিয়া) মাসউদুর রহমান ডান হাত দিয়ে খোঁচা দিয়ে থামিয়ে দেন।
পরে মনিরুল ইসলাম বলেন, “একটি ঘটনা ঘটার পর সেটির তদন্ত হয়। তাতে পর্যালোচনা করা হয়- পুলিশ আসলেই সেখানে গুলি চালানো উচিত ছিল কিনা। নাকি লাঠিচার্জ করেও পরিস্থিতি সামাল দিতে পারত। তদন্তের পর এ নিয়ে বিস্তারিত জানা যাবে।
তবে মগবাজারে তিন খুনের ঘটনার বিষয়ে একটি দৈনিক তাদের অনুসন্ধান প্রতিবেদনে বলেছে, “গত ২৯ আগস্ট রাত ১২টার দিকে রাজধানীর সবুজবাগের মান্ডা এলাকার ঢালপাড় মসজিদ গলির একটি বাসা থেকে কাইল্যাবাবুকে পুলিশ আটক করে। ওই বাসাটি কাইল্যা বাবুর ফুফু খুশি বেগমের। ওই প্রতিবেদনের ১৪ দিন পর আসামি বাবু মগবাজারে নিহত হলো।
এর আগে রোববার ভোরেও মুগদায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মেজবাউদ্দিন তারেক (২৬) নামের এক যুবক নিহত হন। পুলিশ তাকে অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করলেও তার নামে কোনো মামলা বা জিডি আছে কিনা তা জানাতে পারেনি। স্বজনদের অভিযোগ, তারেককে বাসা থেকে ধরে নিয়ে পুলিশ গুলি করে মেরেছে।
এ বিষয়ে কমিশনার মনিরুল ইসলাম বলেন, তারেকের সঙ্গে কোন প্রেক্ষাপটে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছিল তার তদন্ত করে দেখা হবে।