বরিশালের সিভিল সার্জন ডা. এএসএম শফিউদ্দিনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন এক চিকিৎসক।
বুধবার (২৩ নভেম্বর) বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
পরে বিচার মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে সিভিল সার্জনকে সমনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি সিভিল সার্জন বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। গত ১০ সেপ্টেম্বর ওই হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমান বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার জন্য বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ অফিসে চিঠি পাঠান। ১০ অক্টোবর মিজানুর রহমানের কক্ষের সামনে একটি নোটিশ লাগানো হয়।
নোটিশে বলা হয়, জরুরি বিভাগের মেডিকেল অফিসার আকম মিজানুর রহমানের কর্মস্থল সদর হাসপাতালে নয়। তাই তার দ্বারা রোগীদের চিকিৎসা বিধিসম্মত নয়।
এমন নোটিশে ক্ষুব্ধ হয়ে পাঁচ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে বুধবার মামলা করেন মিজানুর রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান