পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরের নাকিয়াল সেক্টরে পাকিস্তান-ভারতের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার প্রথমে ভারতীয় বাহিনীর গুলিতে চার বেসামরিক পাকিস্তানি নিহত এবং ১৮ জন আহত হয়। পরে এর জবাবে পাক সেনার গুলি চালালে ৬ ভারতীয় সীমান্তরক্ষী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
জানা যায়, সোমবার পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনারা ব্যাপক গুলি চালায়। ফলে সেখানকার চার বেসামরিক পাকিস্তানি ব্যক্তি নিহত এবং আহত হয় কমপক্ষে ১৮ জন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর খবরটি নিশ্চিত করেছে। আইএসপিআর দাবি করেছে, এর জবাবে পাকিস্তান সেনারা ভালো জবাব দিয়েছে। গুলিতে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের এমন আক্রমণে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এখন পর্যন্ত পাক সেনার গুলিতে ভারতের অন্তত ৬ সেনা নিশ্চিত মারা গেছে।
গোলাগুলির পর ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান বেসামরিক নাগরিকদের টার্গেট করে ভারতীয় বাহিনীর বেপরোয়া গোলাগুলির প্রতিবাদ জানিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মিরের উড়ি সেনাঘাটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সেই ঘটনায় আট ভারতীয় জওয়ান প্রাণ হারায়। ভারত দাবি করে আসছে, আক্রমণকারীরা পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠী। এদিকে পাকিস্তান ভারতের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এরপর থেকেই ক্রমশই উত্তেজনা বাড়তে থাকে পাক-ভারত সীমান্তে। প্রতিদিনই যুদ্ধ-বিরতী লঙ্ঘন করে গোলাগুলির ঘটনা ঘটছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান