অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর

অংসান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি লক্ষাধিক মানুষের-

মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবিতে অনলাইনে এক আবেদনে স্বার করেছেন লক্ষাধিক মানুষ। দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয় এই আবেদনে।
চেঞ্জ ডট অর্গে এই আবেদনে ইতোমধ্যে সই করেছেন লাধিক মানুষ। ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এই আবেদনটি জানানো হয়েছে। বিবিসি।
আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও ভ্রাতৃত্ববোধ রায় যারা কাজ করেন, তাদেরই নোবেল শান্তি পুরস্কারের মতো সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। যারা এই পুরস্কার পান, তারা শেষ দিন পর্যন্ত এই মূল্যবোধ রা করবেন, এটাই আশা করা হয়। সু চির মতো একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যখন শান্তি রায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা, নয়তো ফিরিয়ে নেয়া।
রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারে ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে অং সান সু চি তার নিশ্চুপ ভূমিকার কারণে সমালোচিত হয়েছেন। তিনি এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে চলারও অনুরোধ জানিয়েছেন।
চেঞ্জ ডট অর্গে সুচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের আবেদনের শুরুতে বিবিসির এক সাংবাদিক মিশাল হোসেন সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, সেই ঘটনার উল্লেখ করা হয়েছে। মিশাল হোসেনকে দেয়া সাক্ষাৎকারে সু চিকে রোহিঙ্গা মুসলিমদের সাথে মিয়ানমারের আচরণ নিয়ে অনেক অপ্রিয় ও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। ২০১৩ সালে নেয়া এই সাক্ষাৎকারের পর নাকি অং সান সু চি মন্তব্য করেছিলেন, ‘ও (মিশাল হোসেন) যে একজন মুসলিম কেউ তা আগে আমাকে জানায়নি।’
আবেদনে বলা হয়, মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির মুখ থেকে এরকম কথা অনেককেই অবাক করেছিল। ইন্দোনেশিয়াসহ বিশ্বের বহু দেশের মানুষ সু চিকে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের জন্য শ্রদ্ধা করে। কিন্তু তার এ ধরনের মন্তব্য বহু মানুষকে ক্রুদ্ধ ও হতাশ করেছে। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের ব্যাপারে সু চির মনোভাব আসলে কী, সে ব্যাপারে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর মুখ থেকে যখন এরকম সাম্প্রদায়িক কথা শোনা যায়, তখন যে গণতান্ত্রিক মূল্যবোধ মানুষকে ভিন্ন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাতে শেখায়, তা ভেঙে পড়ে। যারা বিশ্ব শান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ, শুধু তাদেরই এই পুরস্কার দেয়া উচিত।
বাংলাদেশ সীমান্ত রোহিঙ্গাদের জন্য খোলা রাখুন : রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। সংস্থাটি রাখাইন প্রদেশের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
ইউএনএইচসিআর এক বিবৃতিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মিয়ানমার সরকারকে সেখানকার মানুষদের নিয়ম অনুযায়ী রা করার আহ্বান জানিয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জেরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর সেখান থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করছে অনেকে। নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেছেন, নজরদারি বাড়াতে আরো তিন প্লাটুন সৈন্য মোতায়েন করা হয়েছে। শতভাগ নিñিদ্র করা না গেলেও সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, শুক্রবার রাতেও রোহিঙ্গাদের ৭৮ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের গ্রামগুলোতে ৯ অক্টোবরের পর অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। রাখাইন প্রদেশে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহ দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত

অংসান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি লক্ষাধিক মানুষের-

আপডেট টাইম : ০৪:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবিতে অনলাইনে এক আবেদনে স্বার করেছেন লক্ষাধিক মানুষ। দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয় এই আবেদনে।
চেঞ্জ ডট অর্গে এই আবেদনে ইতোমধ্যে সই করেছেন লাধিক মানুষ। ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এই আবেদনটি জানানো হয়েছে। বিবিসি।
আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও ভ্রাতৃত্ববোধ রায় যারা কাজ করেন, তাদেরই নোবেল শান্তি পুরস্কারের মতো সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়। যারা এই পুরস্কার পান, তারা শেষ দিন পর্যন্ত এই মূল্যবোধ রা করবেন, এটাই আশা করা হয়। সু চির মতো একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যখন শান্তি রায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল কমিটির উচিত এই পুরস্কার হয় জব্দ করা, নয়তো ফিরিয়ে নেয়া।
রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারে ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে অং সান সু চি তার নিশ্চুপ ভূমিকার কারণে সমালোচিত হয়েছেন। তিনি এমনকি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে চলারও অনুরোধ জানিয়েছেন।
চেঞ্জ ডট অর্গে সুচির নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের আবেদনের শুরুতে বিবিসির এক সাংবাদিক মিশাল হোসেন সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, সেই ঘটনার উল্লেখ করা হয়েছে। মিশাল হোসেনকে দেয়া সাক্ষাৎকারে সু চিকে রোহিঙ্গা মুসলিমদের সাথে মিয়ানমারের আচরণ নিয়ে অনেক অপ্রিয় ও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। ২০১৩ সালে নেয়া এই সাক্ষাৎকারের পর নাকি অং সান সু চি মন্তব্য করেছিলেন, ‘ও (মিশাল হোসেন) যে একজন মুসলিম কেউ তা আগে আমাকে জানায়নি।’
আবেদনে বলা হয়, মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির মুখ থেকে এরকম কথা অনেককেই অবাক করেছিল। ইন্দোনেশিয়াসহ বিশ্বের বহু দেশের মানুষ সু চিকে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের জন্য শ্রদ্ধা করে। কিন্তু তার এ ধরনের মন্তব্য বহু মানুষকে ক্রুদ্ধ ও হতাশ করেছে। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের ব্যাপারে সু চির মনোভাব আসলে কী, সে ব্যাপারে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর মুখ থেকে যখন এরকম সাম্প্রদায়িক কথা শোনা যায়, তখন যে গণতান্ত্রিক মূল্যবোধ মানুষকে ভিন্ন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানাতে শেখায়, তা ভেঙে পড়ে। যারা বিশ্ব শান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ, শুধু তাদেরই এই পুরস্কার দেয়া উচিত।
বাংলাদেশ সীমান্ত রোহিঙ্গাদের জন্য খোলা রাখুন : রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। সংস্থাটি রাখাইন প্রদেশের সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
ইউএনএইচসিআর এক বিবৃতিতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং মিয়ানমার সরকারকে সেখানকার মানুষদের নিয়ম অনুযায়ী রা করার আহ্বান জানিয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জেরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর সেখান থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করছে অনেকে। নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেছেন, নজরদারি বাড়াতে আরো তিন প্লাটুন সৈন্য মোতায়েন করা হয়েছে। শতভাগ নিñিদ্র করা না গেলেও সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, শুক্রবার রাতেও রোহিঙ্গাদের ৭৮ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের গ্রামগুলোতে ৯ অক্টোবরের পর অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। রাখাইন প্রদেশে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহ দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।