ঢাকা: নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে গোপন বৈঠকের খবর ছড়ানোর প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো গোপন বৈঠক হয়নি। শামীম ওসমানকে শুধু বাসায় ডেকে নিয়ে কথা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ কথা বলেন কাদের।
তিনি বলেন, এটা গোপন বৈঠক নয়। শুধু শামীম ওসমানকে বাসায় ডেকে নিয়ে কথা হয়েছে। দলীয় আনুষ্ঠানিক কোনো বৈঠকও ছিলো না এটা। তবে দলের কয়েকজন নেতা সেসময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্র জানায়, দু’জনের এই আলাপ দলীয় কোনো বৈঠক ছিল না। তাছাড়া, এটা পার্টি অফিসেও হয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সিটিতে গতবারের নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন শামীম ওসমান। এবার আইভী মনোনয়ন পাওয়ায় তার পক্ষে দলের সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলতেই শামীমের সঙ্গে ওবায়দুল কাদের কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান