আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এখন থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলটির আরও চার নেতা। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার একার ওপর ভীষণ চাপ পড়ে যায় বলে কথা বলার জন্য এ চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সব বিষয়ে আমি কথা বলবো এটাও হয় না। আর এ পদক্ষেপের মধ্য দিয়ে অন্যান্য নেতাদেরও কাজের পরিধি বাড়ানো হলো।’
সোমবার দলীয় এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনার নিদের্শে এ পদেক্ষপ নেওয়া হয়েছে। নেত্রী বলেছেন, আমি এই চারজনকে ঠিক করে দিলাম। এক এক বিষয় নিয়ে তারা এক এক জন কথা বলবেন।’ যদিও দলীয় গঠনতন্ত্রে বিভিন্ন বিষয় কথা বলার জন্য মুখপাত্র বানানোর নিয়ম নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান