পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় ও ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ জরুরি

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান): ওদের অপরাধ ওরা মুসলমান। তাই নির্বিচারে জ্বালিয়ে-পুড়িয়ে তাদের হত্যা করা সহজ।ফলে মুসলমানদের রক্তে মিয়ানমারের ভূমি রঞ্জিত হলেও বিশ্ববিবেক জাগ্রত হয় না। গর্জে উঠে না কথিত মানবতাবাদীরা।

১৭৮৪ সাল থেকে মিয়ানমারের আরাকান দখলের পর থেকে সেখানে অনাচার চলে আসছে। ঐতিহাসিক সত্য হলো, ১৮১৫ সালে আরাকানের স্বাধীনতাকামী বিদ্রোহী নেতা সিনপিয়ার মৃত্যুর ২০০ বছর পরও রোহিঙ্গা শরণার্থী সমস্যার সুরাহা হয়নি। মানবতাবিরোধী অপরাধ সেখানে অবাধে সংঘটিত হচ্ছে। মানুষকে পুড়িয়ে মারার পৈশাচিক হত্যাযজ্ঞ চলছে প্রকাশ্যে।

শান্তিকে নোবেল জয়ী অং সান সুচির সরকারের সেনাবাহিনীর রোহিঙ্গা মুসলিমদের ওপর এই সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। গ্রহণ করে পোড়ামাটি নীতি! সেনাবাহিনীর নিষ্ঠুরতায় রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের। নারী-শিশু কেউ বাদ যাচ্ছে না নিষ্ঠুর আচরণ থেকে।

এক পরিসংখ্যানে জানা গেছে, নির্বিচারে হত্যা করা হয়েছে ৩৫০ মুসলিম শিশু-নারী-পুরুষ। ঘরছাড়া করা হয়েছে এক লাখ ৬০ হাজার মানুষকে। বর্বরতা থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গা মুসলমানরা বনে-জঙ্গলে আশ্রয় নিয়েছে, কেউবা ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোয় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। আর আশ্রয়ের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বাংলাদেশ।

শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির দেশে তার নেতৃত্বে সরকার ক্ষমতায়। এই সময়ে মানবতাবিরোধী অপরাধ অব্যাহত থাকায় অং সান সুচির নোবেল ফেরত নেয়ার দাবি ওঠে বিশ্বব্যাপী। এই দাবির একটি স্মারকে ইতিমধ্যে দেড় লক্ষাধিক ব্যক্তির স্বাক্ষর হয়ে গেছে, যা প্রয়োজনে চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম এ ব্যাপারে বেশ সোচ্চার।

অক্টোবরে এক পুলিশ চেকপোস্টে কথিত হামলার পর রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু হয়। ৯ নভেম্বর সেটা বীভৎস রূপ লাভ করে। জানা গেছে, রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ১৩ নভেম্বর ৯ জন মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মারে দেশটির সেনাবাহিনী! নিষ্ঠুরতার সব আক্রমণ শানানো করা হচ্ছে মুসলমানদের ওপর।

রোহিঙ্গা মুসলমান হত্যাকাণ্ড শুরুর পর থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না! দূরে থেকে আগুনের কু্ণ্ডলী আর আক্রান্তদের আর্তচিৎকার-আহাজারি আর আর্তনাদ ভেসে আসে পার্শ্ববর্তী এলাকায়, আকাশে দেখা যায় আগুনের লেলিহান শিখা। এসব বিভীষিকাময় নারকীয় দৃশ্য দেখে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রতিনিয়ত আঁতকে ওঠেন।

এ্ই বিভীষিকাময় নারকীয় পুরিস্থিতি আজকে নতুন নয়। চলে আসছে সুদীর্ঘকাল থেকে। সেই ১৭৮৪ সাল থেকে। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানকার আধিবাসী মুসলমানরা আজ বাস্তুহারা। যারা একসময় এটা শাসন করেছিল। দখলদারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। মূলত অহিংস বাণী বিতরণকারী বৌদ্ধরা নরক যন্ত্রণা দিচ্ছে আরাকানের নিরপরাধ-নিরীহ মুসলমানদের।

আশার কথা, জাতিসংঘের সাবেক মহাসচিক কফি আনান এবং ওআইসি রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের প্রতিবাদে মিয়ানমারের ওপর চাপ দেয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশের প্রতি তাদের আশ্রয় দেয়ার দাবি জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মানবতার তাগিদে এ আহ্বানে সাড়া দেয়া অতীব জরুরি।

ইতিমধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান আশ্রয় পেয়েছে। নতুন করে ওই আ্হ্বানের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে অসহায় রোহিঙ্গা মুসলমানরা। অতীতের মতো মানবতার দায়ে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় এবং নিরাপদে সে দেশে দ্রুত ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় ও ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ জরুরি

আপডেট টাইম : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান): ওদের অপরাধ ওরা মুসলমান। তাই নির্বিচারে জ্বালিয়ে-পুড়িয়ে তাদের হত্যা করা সহজ।ফলে মুসলমানদের রক্তে মিয়ানমারের ভূমি রঞ্জিত হলেও বিশ্ববিবেক জাগ্রত হয় না। গর্জে উঠে না কথিত মানবতাবাদীরা।

১৭৮৪ সাল থেকে মিয়ানমারের আরাকান দখলের পর থেকে সেখানে অনাচার চলে আসছে। ঐতিহাসিক সত্য হলো, ১৮১৫ সালে আরাকানের স্বাধীনতাকামী বিদ্রোহী নেতা সিনপিয়ার মৃত্যুর ২০০ বছর পরও রোহিঙ্গা শরণার্থী সমস্যার সুরাহা হয়নি। মানবতাবিরোধী অপরাধ সেখানে অবাধে সংঘটিত হচ্ছে। মানুষকে পুড়িয়ে মারার পৈশাচিক হত্যাযজ্ঞ চলছে প্রকাশ্যে।

শান্তিকে নোবেল জয়ী অং সান সুচির সরকারের সেনাবাহিনীর রোহিঙ্গা মুসলিমদের ওপর এই সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। গ্রহণ করে পোড়ামাটি নীতি! সেনাবাহিনীর নিষ্ঠুরতায় রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের। নারী-শিশু কেউ বাদ যাচ্ছে না নিষ্ঠুর আচরণ থেকে।

এক পরিসংখ্যানে জানা গেছে, নির্বিচারে হত্যা করা হয়েছে ৩৫০ মুসলিম শিশু-নারী-পুরুষ। ঘরছাড়া করা হয়েছে এক লাখ ৬০ হাজার মানুষকে। বর্বরতা থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গা মুসলমানরা বনে-জঙ্গলে আশ্রয় নিয়েছে, কেউবা ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোয় আশ্রয় নেয়ার চেষ্টা করছে। আর আশ্রয়ের ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বাংলাদেশ।

শান্তিতে নোবেল জয়ী অং সান সুচির দেশে তার নেতৃত্বে সরকার ক্ষমতায়। এই সময়ে মানবতাবিরোধী অপরাধ অব্যাহত থাকায় অং সান সুচির নোবেল ফেরত নেয়ার দাবি ওঠে বিশ্বব্যাপী। এই দাবির একটি স্মারকে ইতিমধ্যে দেড় লক্ষাধিক ব্যক্তির স্বাক্ষর হয়ে গেছে, যা প্রয়োজনে চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম এ ব্যাপারে বেশ সোচ্চার।

অক্টোবরে এক পুলিশ চেকপোস্টে কথিত হামলার পর রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু হয়। ৯ নভেম্বর সেটা বীভৎস রূপ লাভ করে। জানা গেছে, রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে ১৩ নভেম্বর ৯ জন মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মারে দেশটির সেনাবাহিনী! নিষ্ঠুরতার সব আক্রমণ শানানো করা হচ্ছে মুসলমানদের ওপর।

রোহিঙ্গা মুসলমান হত্যাকাণ্ড শুরুর পর থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না! দূরে থেকে আগুনের কু্ণ্ডলী আর আক্রান্তদের আর্তচিৎকার-আহাজারি আর আর্তনাদ ভেসে আসে পার্শ্ববর্তী এলাকায়, আকাশে দেখা যায় আগুনের লেলিহান শিখা। এসব বিভীষিকাময় নারকীয় দৃশ্য দেখে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রতিনিয়ত আঁতকে ওঠেন।

এ্ই বিভীষিকাময় নারকীয় পুরিস্থিতি আজকে নতুন নয়। চলে আসছে সুদীর্ঘকাল থেকে। সেই ১৭৮৪ সাল থেকে। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানকার আধিবাসী মুসলমানরা আজ বাস্তুহারা। যারা একসময় এটা শাসন করেছিল। দখলদারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। মূলত অহিংস বাণী বিতরণকারী বৌদ্ধরা নরক যন্ত্রণা দিচ্ছে আরাকানের নিরপরাধ-নিরীহ মুসলমানদের।

আশার কথা, জাতিসংঘের সাবেক মহাসচিক কফি আনান এবং ওআইসি রোহিঙ্গা মুসলমানদের বিতাড়নের প্রতিবাদে মিয়ানমারের ওপর চাপ দেয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশের প্রতি তাদের আশ্রয় দেয়ার দাবি জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মানবতার তাগিদে এ আহ্বানে সাড়া দেয়া অতীব জরুরি।

ইতিমধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান আশ্রয় পেয়েছে। নতুন করে ওই আ্হ্বানের পর বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছে অসহায় রোহিঙ্গা মুসলমানরা। অতীতের মতো মানবতার দায়ে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় এবং নিরাপদে সে দেশে দ্রুত ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com