অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

খুঁড়িয়ে চলছে ১৪ দল

Chooddoএম আই ফারুক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জোটের সাথে এখন নতুন যোগ হয়েছে নামসর্বস্ব কয়েকটি ধর্মভিত্তিক দল। ক্ষমতার সাথে থেকে সাংগঠনিক কার্যক্রমও চলছে জোড়াতালি দিয়ে। ক্ষমতাসীন জোটে কার্যত শরিক দল কয়টি এটিও এখন অনেকের মনে প্রশ্ন? তবে অনেকের হিসাবে জোটের অঙ্ক মিললেও ভোটের অঙ্ক একেবারেই মিলে না। ১৪ দলের বেশ কয়েকটি দল শুধুই সাইনবোর্ড-সর্বস্ব। কোনো কোনো দলের রাজনৈতিক কার্যালয়ও খুঁজে পাওয়া দায়। দু-একটি দলে কেন্দ্রীয় নেতা আছে, কিন্তু তৃণমূলে সংগঠন নেই। ১৪ দলের সভা ডাকা হলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও সাম্যবাদী দলের একাংশের দিলীপ বড়ু-য়ার উপস্থিতিই চোখে পড়ে। বাকিদের অ¯িতত নেই। খোঁজ নিয়ে জানা গেছে জোটের ১৪ দলের আটটি দলেরই অ¯িতত্ব নেই। জোটে তো দূরের কথা, রাজনৈতিক মাঠেও নেই তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম। আওয়ামী লীগ জোটের ব্যানারে নাম থাকলেও জোটের কার্যক্রমে তারা গুরুত্বহীন, তবে ভাগাভাগিতে একজোট।

জোটের কেন্দ্রীয় কর্মসূচিতেও এসব দল অনেকটা নিষ্ক্রিয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছাড়া অন্যান্য দলগুলো জোটের শোভা বাড়ালেও কেবল নাম ভূমিকায় রয়েছে এসব দলের অংশগ্রহণ। বিগত সরকারের আমলে শেষের দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন জোটের কয়েক নেতা। এবার সরকারের মন্ত্রিসভায় জোটভুক্ত তিনটি দলের শীর্ষনেতার ঠাঁই হয়েছে মন্ত্রিসভায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাকের পার্টি, বাসদ (রেজাউর রশিদ) নিয়ে ১৪ দলীয় জোট। নতুনভাবে যুক্ত হয়েছে জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন। এই দুই দল জোটে আসার আগে যে ১৪ দলীয় জোট, এখনো সেই নামেই জোটের পরিচয়। ২০০৭ সালে আওয়ামী লীগ, বামপন্থীদের ইস্যুভিত্তিক গণতান্ত্রিক আন্দোলনের জোট ১১ দল, জাসদ ও ন্যাপ নিয়ে ১৪ দল গঠিত হয়। কিন্তু এখন ১৪ দলে ১১ দলীয় জোটের অনেক দলই নেই। তাদের জায়গা দখল করে নিয়েছে ধর্মভিত্তিক কয়েকটি দল। যেগুলো ১৪ দলের প্রতিষ্ঠাকালে ছিল না। বিষয়টি স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দও। তবে তারা আশা করছেন ঈদের পর বিএনপি-জামায়াতের আন্দোলন প্রতিহত করতে দেশের সমস্ত প্রগতিশীল দল ও শক্তিসমূহকে ১৪ দলের পতাকাতলে সমবেত করতে সক্ষম হবে। দলগুলোর সূত্র জানায় বর্তমানে ১৪ দলের অন্তর্ভুক্ত কয়েকটি দল সরাসরি ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এ বিষয়টি বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না বলেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ দাবি করেন। তারা বলছেন, ১৪ দলে থাকা ধর্মভিত্তিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানান আমাদের সঙ্গে কোনো মৌলবাদী দল নেই। বরং যারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারাই আমাদের সঙ্গে রয়েছেন। ক্ষমতাসীন জোটের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে বর্তমানে ১৪ দলীয় জোটের শরিক রয়েছেন আটরশির পীরের সন্তান পীরজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নেতৃত্বাধীন জাকের পার্টি, মাইজভা-ারীর পীর নজিবুল বশর মাইজভা-ারীর নেতৃত্বাধীন তরিকত ফেডারেশন, আলহাজ মিসবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, সৈয়দ রেজাউর রশিদ খানের নেতৃত্বাধীন বাসদের একাংশ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি), পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বাধীন গণঐক্য ও ইসলামিক ফ্রন্টের একাংশ। জানা গেছে এদের মধ্যে জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও তরিকত ফেডারেশন ও ইসলামিক ফ্রন্ট সুফিবাদী ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত। এদিকে ১৪ দলের কর্মসূচিতে ১৪টি দল না থাকায় সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। পরে বিভিন্ন ধর্মভিত্তিক ও নামসর্বস্ব দল নিয়ে ১৪ দল পূরণ করা হয়েছে। জোট সূত্রগুলো জানায় ১৯৯৬ সালের প্রথমদিকে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় প্রগতিশীল ও বামদলগুলোর সমন্বয়ে গঠিত হয় ‘এগারো দলীয় জোট।’ প্রাথমিক পর্যায়ে ওই জোটে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব), গণতন্ত্রী পার্টি, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), শ্রমিক কৃষক সমাজবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণ-আজাদী লীগ ও গণতান্ত্রিক মজদুর পার্টি। এরআগে ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে জোট গঠনের আহ্বান এলে তাতে যাওয়া না যাওয়া নিয়ে ১১ দলে মতবিরোধ দেখা দেয়। সে সময় ১১ দলের ৭ দল আওয়ামী লীগের সঙ্গে জোটে শরিক হওয়ার পক্ষে মত দিলে জোটে ভাঙন স্পষ্ট হয়। জোটের শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল, প্রয়াত নুরুল ইসলামের নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি, গণ-আজাদী লীগ, অজয় রায়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট কেন্দ্র, ডা. জাকির হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক মজদুর পার্টি ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম-এ ৭টি দল আওয়ামী লীগের নেতৃত্বে জোট গঠনের পক্ষে সিদ্ধান্ত দিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করে। তবে এক বছর না যেতেই ২০০৬ সালে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে গণফোরাম ও নুরুল ইসলামের নেতৃত্বে গণতান্ত্রিক মজদুর পার্টির একটি অংশ আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায়। ফলে ১১ দলে থাকে ৬ দল ও গণতান্ত্রিক মজদুর পার্টির একাংশ। জোটে থাকা না থাকা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, নানা কারণে ১৪ দল থেকে কিছু দল অনেক আগেই চলে গেছে। তবে আমরা ঈদের পর বাম-প্রগতিশীল দলগুলোর সঙ্গে যোগাযোগ করব। যাতে তারাও জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধে আমাদের সঙ্গে আবার সম্পৃক্ত হয়। সূত্রমতে, জোটের অন্যান্য শরিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছেও গুরুত্বহীন। এ নিয়ে বঞ্চিত শরিক দলের মধ্যে ক্ষোভের বেদনাও কম নয়। যদিও আওয়ামী লীগ এসব বিষয় আমলে আনছে না। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন, চাওয়া-পাওয়া ও কর্মসূচি নিয়ে জোটের বৈঠকে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে। চলতি বছরের গত ৩ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম কর্মসূচি নির্ধারণে মতবিরোধ সৃষ্টি হয়। শরিক দলের নেতা ন্যাপের এনামুল হক ক্ষোভের সঙ্গে বলেন কীভাবে কর্মসূচি পালন করবেন আগে কমিটি ঠিক করুন। কর্মসূচি ঘোষণা করলেই পালন করা যায় না। আগে তৃণমূলে ১৪ দলকে সংগঠিত করতে হবে। ওই বৈঠকে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এনামুলের উদ্দেশে বলেন, আপনারা আগে নিজ নিজ দলের কর্মসূচি দিন। শুধু আওয়ামী লীগই কর্মসূচি করবে বা ১৪ দলগতভাবে করতে হবে তা তো ঠিক নয়। জানা গেছে গেল উপজেলা নির্বাচনের পাঁচটি ধাপ শেষ হলেও হাতেগোনা কয়েক জায়গায় দু’একটি দল প্রার্থী দেওয়ার চেষ্টা করলেও বেশির ভাগ দলই কোনো প্রার্থী দেওয়া তো দূরের কথা নির্বাচনের ধারে-কাছেও ছিল না। ১৪ দলের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। দেশের ৫১টি জেলায় সাংগঠনিক কার্যক্রম রয়েছে বলে জানা গেছে। তবে উপজেলা নির্বাচনে মাত্র ২৮টি উপজেলায় প্রার্থী দিতে সক্ষম হয় দলটি। এর মধ্যে নড়াইল সদর, বরিশাল সদর, রাজশাহীর পবা ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একজন পুরুষ ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। তবে জাতীয় সংসদে তাদের ৬ জন প্রতিনিধি এবং মন্ত্রিসভায়ও ঠাঁই পেয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জোটের আরেক শক্তিশালী দল জাসদ। এ দলের সারা দেশে ৫৮টি জেলায় সাংগঠনিক কার্যক্রম চলছে বলে দলীয় সূত্র দাবি করেছে। ক্ষমতাসীন জোটে এ দলের ৬ জন এমপি রয়েছেন। দলের সভাপতি সরকারের তথ্যমন্ত্রী। উপজেলা নির্বাচনে দলটি একশ প্রার্থী দিলেও চেয়ারম্যান পায়নি দেশের কোথাও। কুলাউড়ায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়ার মিরপুরে ভাইস চেয়ারম্যান ও রাজশাহীর বাঘায় ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন তারা। রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের কর্মসূচিতে দেখা মেলে জোটের শরিক গণতন্ত্রী পার্টির। অন্য সময় হাতেগোনা দু-একটি কর্মসূচি ছাড়া কোনো কর্মসূচি নেই। বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক কর্মসূচি থাকলেও একমাত্র কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা ছাড়া সাংগঠনিকভাবে শক্তিশালী কোনো কার্যক্রম নেই। শরিক দল সাম্যবাদী দলের বেশ কয়েকটি জেলায় কার্যক্রম থাকলেও সাংগঠনিক অবস্থা ভংগুর। তবে এ সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়-য়া বিগত মেয়াদে সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে নিজের ভাগ্য গড়ে নিয়েছেন। অন্য দলগুলোর কার্যক্রম দেখা গেলেও এখন আর দিলীপ বড়ুয়া একটি ব্যানার হাতে নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়ান না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দেশের প্রাচীন দল ন্যাশনাল আওয়ামী পার্টির ৩৪টি জেলায় পূর্ণাঙ্গ ও ২৬টি জেলায় আহ্বায়ক কমিটি থাকলেও উপজেলা নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো নেতাকর্মী খুঁজে পায়নি তারা। একইভাবে বেহাল অবস্থায় রয়েছে কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাকের পার্টির। দেশব্যাপী এসব দলের সাংগঠনিক ভিত্তি এখনো গড়ে উঠেনি। জোটেও তারা ফ্রাক্টর হতে পারেনি। এবার নতুনভাবে আওয়ামী লীগের জোটে যুক্ত হয়েছে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

খুঁড়িয়ে চলছে ১৪ দল

আপডেট টাইম : ০৩:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪

Chooddoএম আই ফারুক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জোটের সাথে এখন নতুন যোগ হয়েছে নামসর্বস্ব কয়েকটি ধর্মভিত্তিক দল। ক্ষমতার সাথে থেকে সাংগঠনিক কার্যক্রমও চলছে জোড়াতালি দিয়ে। ক্ষমতাসীন জোটে কার্যত শরিক দল কয়টি এটিও এখন অনেকের মনে প্রশ্ন? তবে অনেকের হিসাবে জোটের অঙ্ক মিললেও ভোটের অঙ্ক একেবারেই মিলে না। ১৪ দলের বেশ কয়েকটি দল শুধুই সাইনবোর্ড-সর্বস্ব। কোনো কোনো দলের রাজনৈতিক কার্যালয়ও খুঁজে পাওয়া দায়। দু-একটি দলে কেন্দ্রীয় নেতা আছে, কিন্তু তৃণমূলে সংগঠন নেই। ১৪ দলের সভা ডাকা হলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও সাম্যবাদী দলের একাংশের দিলীপ বড়ু-য়ার উপস্থিতিই চোখে পড়ে। বাকিদের অ¯িতত নেই। খোঁজ নিয়ে জানা গেছে জোটের ১৪ দলের আটটি দলেরই অ¯িতত্ব নেই। জোটে তো দূরের কথা, রাজনৈতিক মাঠেও নেই তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম। আওয়ামী লীগ জোটের ব্যানারে নাম থাকলেও জোটের কার্যক্রমে তারা গুরুত্বহীন, তবে ভাগাভাগিতে একজোট।

জোটের কেন্দ্রীয় কর্মসূচিতেও এসব দল অনেকটা নিষ্ক্রিয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছাড়া অন্যান্য দলগুলো জোটের শোভা বাড়ালেও কেবল নাম ভূমিকায় রয়েছে এসব দলের অংশগ্রহণ। বিগত সরকারের আমলে শেষের দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন জোটের কয়েক নেতা। এবার সরকারের মন্ত্রিসভায় জোটভুক্ত তিনটি দলের শীর্ষনেতার ঠাঁই হয়েছে মন্ত্রিসভায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাকের পার্টি, বাসদ (রেজাউর রশিদ) নিয়ে ১৪ দলীয় জোট। নতুনভাবে যুক্ত হয়েছে জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন। এই দুই দল জোটে আসার আগে যে ১৪ দলীয় জোট, এখনো সেই নামেই জোটের পরিচয়। ২০০৭ সালে আওয়ামী লীগ, বামপন্থীদের ইস্যুভিত্তিক গণতান্ত্রিক আন্দোলনের জোট ১১ দল, জাসদ ও ন্যাপ নিয়ে ১৪ দল গঠিত হয়। কিন্তু এখন ১৪ দলে ১১ দলীয় জোটের অনেক দলই নেই। তাদের জায়গা দখল করে নিয়েছে ধর্মভিত্তিক কয়েকটি দল। যেগুলো ১৪ দলের প্রতিষ্ঠাকালে ছিল না। বিষয়টি স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দও। তবে তারা আশা করছেন ঈদের পর বিএনপি-জামায়াতের আন্দোলন প্রতিহত করতে দেশের সমস্ত প্রগতিশীল দল ও শক্তিসমূহকে ১৪ দলের পতাকাতলে সমবেত করতে সক্ষম হবে। দলগুলোর সূত্র জানায় বর্তমানে ১৪ দলের অন্তর্ভুক্ত কয়েকটি দল সরাসরি ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এ বিষয়টি বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না বলেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ দাবি করেন। তারা বলছেন, ১৪ দলে থাকা ধর্মভিত্তিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানান আমাদের সঙ্গে কোনো মৌলবাদী দল নেই। বরং যারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারাই আমাদের সঙ্গে রয়েছেন। ক্ষমতাসীন জোটের নেতাদের সাথে আলাপ করে জানা গেছে বর্তমানে ১৪ দলীয় জোটের শরিক রয়েছেন আটরশির পীরের সন্তান পীরজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নেতৃত্বাধীন জাকের পার্টি, মাইজভা-ারীর পীর নজিবুল বশর মাইজভা-ারীর নেতৃত্বাধীন তরিকত ফেডারেশন, আলহাজ মিসবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, সৈয়দ রেজাউর রশিদ খানের নেতৃত্বাধীন বাসদের একাংশ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি), পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বাধীন গণঐক্য ও ইসলামিক ফ্রন্টের একাংশ। জানা গেছে এদের মধ্যে জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও তরিকত ফেডারেশন ও ইসলামিক ফ্রন্ট সুফিবাদী ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত। এদিকে ১৪ দলের কর্মসূচিতে ১৪টি দল না থাকায় সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। পরে বিভিন্ন ধর্মভিত্তিক ও নামসর্বস্ব দল নিয়ে ১৪ দল পূরণ করা হয়েছে। জোট সূত্রগুলো জানায় ১৯৯৬ সালের প্রথমদিকে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় প্রগতিশীল ও বামদলগুলোর সমন্বয়ে গঠিত হয় ‘এগারো দলীয় জোট।’ প্রাথমিক পর্যায়ে ওই জোটে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব), গণতন্ত্রী পার্টি, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), শ্রমিক কৃষক সমাজবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণ-আজাদী লীগ ও গণতান্ত্রিক মজদুর পার্টি। এরআগে ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে জোট গঠনের আহ্বান এলে তাতে যাওয়া না যাওয়া নিয়ে ১১ দলে মতবিরোধ দেখা দেয়। সে সময় ১১ দলের ৭ দল আওয়ামী লীগের সঙ্গে জোটে শরিক হওয়ার পক্ষে মত দিলে জোটে ভাঙন স্পষ্ট হয়। জোটের শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল, প্রয়াত নুরুল ইসলামের নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি, গণ-আজাদী লীগ, অজয় রায়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট কেন্দ্র, ডা. জাকির হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক মজদুর পার্টি ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম-এ ৭টি দল আওয়ামী লীগের নেতৃত্বে জোট গঠনের পক্ষে সিদ্ধান্ত দিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করে। তবে এক বছর না যেতেই ২০০৬ সালে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে গণফোরাম ও নুরুল ইসলামের নেতৃত্বে গণতান্ত্রিক মজদুর পার্টির একটি অংশ আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায়। ফলে ১১ দলে থাকে ৬ দল ও গণতান্ত্রিক মজদুর পার্টির একাংশ। জোটে থাকা না থাকা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, নানা কারণে ১৪ দল থেকে কিছু দল অনেক আগেই চলে গেছে। তবে আমরা ঈদের পর বাম-প্রগতিশীল দলগুলোর সঙ্গে যোগাযোগ করব। যাতে তারাও জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধে আমাদের সঙ্গে আবার সম্পৃক্ত হয়। সূত্রমতে, জোটের অন্যান্য শরিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছেও গুরুত্বহীন। এ নিয়ে বঞ্চিত শরিক দলের মধ্যে ক্ষোভের বেদনাও কম নয়। যদিও আওয়ামী লীগ এসব বিষয় আমলে আনছে না। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন, চাওয়া-পাওয়া ও কর্মসূচি নিয়ে জোটের বৈঠকে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে। চলতি বছরের গত ৩ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম কর্মসূচি নির্ধারণে মতবিরোধ সৃষ্টি হয়। শরিক দলের নেতা ন্যাপের এনামুল হক ক্ষোভের সঙ্গে বলেন কীভাবে কর্মসূচি পালন করবেন আগে কমিটি ঠিক করুন। কর্মসূচি ঘোষণা করলেই পালন করা যায় না। আগে তৃণমূলে ১৪ দলকে সংগঠিত করতে হবে। ওই বৈঠকে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এনামুলের উদ্দেশে বলেন, আপনারা আগে নিজ নিজ দলের কর্মসূচি দিন। শুধু আওয়ামী লীগই কর্মসূচি করবে বা ১৪ দলগতভাবে করতে হবে তা তো ঠিক নয়। জানা গেছে গেল উপজেলা নির্বাচনের পাঁচটি ধাপ শেষ হলেও হাতেগোনা কয়েক জায়গায় দু’একটি দল প্রার্থী দেওয়ার চেষ্টা করলেও বেশির ভাগ দলই কোনো প্রার্থী দেওয়া তো দূরের কথা নির্বাচনের ধারে-কাছেও ছিল না। ১৪ দলের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। দেশের ৫১টি জেলায় সাংগঠনিক কার্যক্রম রয়েছে বলে জানা গেছে। তবে উপজেলা নির্বাচনে মাত্র ২৮টি উপজেলায় প্রার্থী দিতে সক্ষম হয় দলটি। এর মধ্যে নড়াইল সদর, বরিশাল সদর, রাজশাহীর পবা ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একজন পুরুষ ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। তবে জাতীয় সংসদে তাদের ৬ জন প্রতিনিধি এবং মন্ত্রিসভায়ও ঠাঁই পেয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জোটের আরেক শক্তিশালী দল জাসদ। এ দলের সারা দেশে ৫৮টি জেলায় সাংগঠনিক কার্যক্রম চলছে বলে দলীয় সূত্র দাবি করেছে। ক্ষমতাসীন জোটে এ দলের ৬ জন এমপি রয়েছেন। দলের সভাপতি সরকারের তথ্যমন্ত্রী। উপজেলা নির্বাচনে দলটি একশ প্রার্থী দিলেও চেয়ারম্যান পায়নি দেশের কোথাও। কুলাউড়ায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান, কুষ্টিয়ার মিরপুরে ভাইস চেয়ারম্যান ও রাজশাহীর বাঘায় ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন তারা। রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের কর্মসূচিতে দেখা মেলে জোটের শরিক গণতন্ত্রী পার্টির। অন্য সময় হাতেগোনা দু-একটি কর্মসূচি ছাড়া কোনো কর্মসূচি নেই। বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক কর্মসূচি থাকলেও একমাত্র কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা ছাড়া সাংগঠনিকভাবে শক্তিশালী কোনো কার্যক্রম নেই। শরিক দল সাম্যবাদী দলের বেশ কয়েকটি জেলায় কার্যক্রম থাকলেও সাংগঠনিক অবস্থা ভংগুর। তবে এ সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়-য়া বিগত মেয়াদে সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে নিজের ভাগ্য গড়ে নিয়েছেন। অন্য দলগুলোর কার্যক্রম দেখা গেলেও এখন আর দিলীপ বড়ুয়া একটি ব্যানার হাতে নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়ান না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দেশের প্রাচীন দল ন্যাশনাল আওয়ামী পার্টির ৩৪টি জেলায় পূর্ণাঙ্গ ও ২৬টি জেলায় আহ্বায়ক কমিটি থাকলেও উপজেলা নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো নেতাকর্মী খুঁজে পায়নি তারা। একইভাবে বেহাল অবস্থায় রয়েছে কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাকের পার্টির। দেশব্যাপী এসব দলের সাংগঠনিক ভিত্তি এখনো গড়ে উঠেনি। জোটেও তারা ফ্রাক্টর হতে পারেনি। এবার নতুনভাবে আওয়ামী লীগের জোটে যুক্ত হয়েছে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি।