প্রতিদিন ভোরে পাখি শিকারিরা চলনবিলের বিভিন্ন ছোট বিলে ফসলের মাঠে সারি সারি করে ফাঁদ পেতে পাখি শিকার করছে। আবার এক শ্রেণির শিকারিরা বিষটোপ-বড়শি দিয়ে রাতের অন্ধকারে জাল পেতে বকসহ নানা প্রকার অতিথি পাখি শিকার করছেন।
বাঁশের খুটি, কলা পাতা, খেজুর ডাল বেতের পাতা দিয়ে অভিনব কায়দায় ফাঁদ তৈরি করা হয়। এগুলো ৬ থেকে ৭ ফুট উঁচুতে রাখা হয়। ফাঁদের সামনে বাঁশের ওপর বেঁধে রাখা বক হাতে শিকারি। দল বেঁধে উড়ে যাওয়া বক শিকারের অপেক্ষায় থাকে শিকারীরা।
প্রতিদিন বিকাল থেকে গভীর রাত আর ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পাখি শিকার চলছে। শিকার করা এসব পাখি প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজারে।
বিলের পানি নেমে যাওয়ায় চলনবিলের খাল-বিল, জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। সেখানে মিলছে পুঁটি, খলসেসহ বিভিন্ন ছোট ছোট প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ খাওয়ার আশায় চলনবিলে আশ্রয় নিয়েছে নানা প্রজাতির অতিথি পাখি। কিন্তু কিছু লোভী মানুষ সুযোগ নিয়েছে এ সব পাখি শিকারের।
নাটোরের সিংড়া উপজেলার শাওল গ্রামের এক বক শিকারি বলেন, অনেকদিন ১৫/২০টি বক পাই আবার অনেকদিন কোনো বক পাওয়া যায় না। প্রতিটি বক তারা ১২০ টাকা ১৫০ টাকায় বিক্রি করি।
উপজেলা বন কর্মকর্তা ইয়াদুল বারী জানান, আমরা তৎপর রয়েছি। কোনোভাবেই পাখি শিকার করতে দেয়া হবে না।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পাখি শিকারিদের ধরে আইনের আওতায় আনা হবে।