ডেমরায় সুষ্ঠ শান্তিপূর্ণভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী শিক্ষা সমাপনী শুরু হয়েছে। ডেমরা থানায় মোট ২৭ টি কেন্দ্রে রোববার বেলা ১১ টায় শুরু হয়।
ডেমরা থানা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ডেমরা এলাকায় প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর মোট ২৫ হাজার ১শ’ ৯৫ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৩ হাজার ৯শ’ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ১১ হাজার ৯৬ জন ও ছাত্রী সংখ্যা ১২ হাজার ৮শ’ ৩৭ জন। তবে এদের মধ্যে ১শ’২০ জন পরীক্ষার্থী ইংরেজি ভাষর্নে রয়েছে। ইবতেদায়ী সমাপনীতে ১২শ’ ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৭৪৫ জন ও ছাত্রী সংখ্যা ৫১৭ জন। ডেমরায় প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রথম দিনে মোট ২৫ টি কেন্দ্রে ও ইবতেদায়ী সমাপনী মোট ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে থানা শিক্ষা অফিসার শেলিমা খাতুন মুঠোফোনে বলেন, বেশ শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সমাপনীর প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র তুলনামূলক সহজ হওয়ায় পরীক্ষার্থীদের উত্তর করতে বেগ পেতে হয়নি। তবে সমাপনীর প্রথম দিনের পরীক্ষায় মোট ১৮শ’ ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান