বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহা ও দুর্গাপূজা সবাই যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল জানান, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ সারা দেশে যান চলাচল নিয়ন্ত্রণসহ নিরাপত্তায় নিয়োজিত থাকবে হাইওয়ে পুলিশ।
ওয়াচ টাওয়ারের মাধ্যমে দূর থেকে পর্যবেক্ষণ করবে হাইওয়ে পুলিশ। নৌপথে নৌপুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী কাজ করবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, ‘কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে ব্যাপারে গোয়েন্দা সংস্থা, র্যা ব তৎপর থাকবে। হাটগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাল নোট শনাক্তের জন্য মেশিন রাখবে পুলিশ ও বাংলাদেশ ব্যাংক। দুর্গাপূজাকে ঘিরেও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট থাকবে।