রংপুর: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গুলি করে সাঁওতাল হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের তরফকামাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ওই গ্রামের গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ছরোয়ার হোসেন (৪২) ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে আকবর আলী (৫০)।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
৬ নভেম্বর সাঁওতালপল্লীতে হামলার ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয় শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, গত ৬ ও ৭ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরে ৯ পুলিশ আহত হন। সংঘর্ষের পর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সাঁওতালদের কয়েক শ ঘরে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় সাঁওতালদের চাষ করা বিভিন্ন ফসলের জমির ফসলও লুটপাটের ঘটনা ঘটে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান