বাংলার খবর২৪.কম ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।
সোমবার বিকাল চারটায় পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় 'নবান্ন'-এ হাজির হন আবিদা ইসলাম।
নবান্নের ১৪ তলায় তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে চারটায় বেরিয়ে যান আবিদা। তবে বৈঠক শেষে নবান্ন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কিছুটা গম্ভীর দেখায় বাংলাদেশি কূটনীতিকে। সাংবাদিকদেরও কোন প্রশ্নের উত্তর দেননি তিনি। চুপ ছিলেন মুখ্যমন্ত্রীও। স্বাভাবিক ভাবেই এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, তিস্তাচুক্তি ও ছিটমহল প্রসঙ্গ দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসছিল। তিস্তা নিয়ে কোন সন্তোষজনক সাড়া না দিলেও ছিটমহল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মমতা।
হাইকমিশন সূত্রে খবর, গত জুলাই মাসেই উপ-হাইকমিশনার হিসেবে কলকাতায় তাঁর কার্যকালের মেয়াদ শেষ করেছেন আবিদা ইসলাম। কিন্তু চলতি মাসের ২০ তারিখ থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মামুদ। সেই কারণেই আবিদা ইসলামের মেয়াদ আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। সেই মেয়াদ শেষ করে চলতি মাসেই ঢাকা ফিরে যাচ্ছেন আবিদা ইসলাম। প্রায় আড়াই বছর আগে আবিদা ইসলাম কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্ব নেবার পর রীতি অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়ে একাধিকবার আবেদন করলেও মুখ্যমন্ত্রী কৌশলে সেটা এড়িয়ে গেছেন। পাছে তিস্তা কিংবা ছিটমহলের মতো বিভিন্ন ইস্যু নিয়ে আবিদা ইসলামের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই কারণে। কারন এই দুই বকেয়া ইস্যু সমাধানে ভারতের তত্কালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার চেষ্টা করলেও মমতা তাতে সম্মতি দেন নি।
এরপর ঘটনাচক্রে এমন একটা সময় এই বাংলাদেশি কূটনীতিককে মমতা সময় দিলেন যখন ভুঁইফোঁড় অর্থলগ্নীকারী সংস্থা সারদার আমানতকারীদের অর্থে বাংলাদেশে মৌলবাদীদের পুষ্ট করার চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে দুই বাংলা সরগরম। আর এই মারাত্মক অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে। তারওপর কয়েকদিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়ে দিয়েছেন ইমরানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গৃহমন্ত্রী আরও জানিয়েছেন 'কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্ত প্রক্রিয়ায় সরকার কোনরকম হস্তক্ষেপ করবে না। আইন আইনের পথেই চলবে'। রাজনাথের এমন বার্তার পর স্বাভাবিক ভাবেই বাংলাদেশের এই কূটনীতিককে মুখ্যমন্ত্রীর সময় দেওয়ার ঘটনাকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে হাইকমিশনের একটি সূত্রে এই বৈঠককে নিছকই সৌজন্যমূলক সাক্ষাতকার বললেও নবান্ন সূত্রের খবর তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাত-ইসলামের সঙ্গে যোগাযোগ রাখা ও সারদার অর্থ তাদের পাচার করার অভিযোগ উঠেছে সেই বিষয়টি আলোচনা করার জন্যই আবিদাকে সময় দিয়েছেন মমতা। সারদা নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর নিজের সরকারের মতামতই জানিয়েছেন উপহাইকমিশনারকে। সেইসঙ্গে সারদা কান্ড নিয়ে রাজ্য সরকার বিরোধী কোন রকম তথ্য বা সংবাদ যাতে সংবাদমাধ্যমের কাছে না যায় সেব্যাপারটিও আবিদা ইসলামকে জানাতে পারেন মুখ্যমন্ত্রী। ইমরানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলেও দলের একজন সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলের পক্ষে যে বেশ খানিকটা অস্বস্তির তা আর বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর বাংলাদেশের সঙ্গে মমতা ও তাঁর দল সর্বোপরি তাঁর সরকারের সম্পর্ক যে আগের মতোই ভাল আছে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে সেটাই জানিয়েছেন মমতা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান