কক্সবাজার : চরম উৎকণ্ঠা ও অভাব অনটনে মানবেতর জীবন-যাপন করছে ঘুর্ণিঝর নাডা’র প্রভাবে সাগরে নিখোঁজ কক্সবাজারের শতাধিক জেলের পরিবার। অন্যদিকে নিখোঁজের দুই সপ্তাহ পার হলেও এখনো কোন হদিস পাওয়া যায়নি শতাধিক মাঝি-মাল্লার। নিখোঁজ জেলেরা কোথায় আছেন? কেমন আছে-এমন প্রশ্ন নিয়ে বিভিন্ন কর্মকর্তাদের দারে-দারে ঘুরছেন স্বজনরা।
এখনো কোন সরকারী-বেসরকারী কর্মকর্তারা নিখোঁজ জেলেদেও পরিবারের পাশে এসে দাড়ায়নি বলে অভিযোগ স্বজনদের। এই পর্যটন শহরে অনেক গুলো এনজিও সংস্থা কাজ করলেও কোন সাহায্যের হাত বাড়ায়নি তারা। উল্টো অভিযোগ আছে বিভিন্ন এনজিও কর্মীরা জেলেদের পরিবারে কাছে গিয়ে ঋণের টাকার জন্য দুর্ব্যবহার করছে।
জানাযায়, নিখোঁজদের স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে আসছে শহরের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ার পরিবেশ। এরমধ্যে সৃষ্ট ঘুর্ণিঝর নাডা’র প্রভাবে সাগরে নিখোঁজ প্রায় ৫ টি ট্রলারের মধ্যে ২টি ফিরে আসলেও বাকি তিনটির এখনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ ট্রলারের মধ্যে এফবি সাজ্জাদ. এফবি সুমি আকতার রেশমী ও এফবি জায়েদ উদ্দিনে প্রায় শতাধিক জেলে রয়েছে। অন্যদিকে ট্রলার মালিকরা এব্যাপারে সদর থানায় নিখোঁজ ডায়েরি ও জেলা প্রশাসকের কাছে তিনটি আলাদা তালিকা দিয়েছেন।
নিখোঁজ মাঝি মিনহাজ উদ্দিনের ভাই খালেদ মোশারফ কান্না জড়িত কন্ঠে জানান, আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে খুব অভাব অনটন দেখা দিয়েছে আমাদের পরিবারে। কারন তিনি আমাদের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি ছিলেন। আমার ভাইয়ের চার সন্তানের লেখা-পড়া কিভাবে চালাবো সেটা নিয়ে চিন্তিত আমরা। এখনো কোন সরকারী-বেসরকারী সাহায্য সহযোগীতা পায়নি। কোন এনজিও সংস্থাও আমাদের কাছে আসেনি।
এবিষয়ে কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কক্সবাজারের শতাধিক জেলে নিখোঁজ রয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ জানিয়েছি নিখোঁজদের সন্ধান নিতে।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, নিখোঁজ শতাধিক জেলেদের এখনো খোঁজে পাওয়া যায়নি। অভাব-অনটন আর বিভিন্ন এনজিও সংস্থার ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের পরিবার। এখনো সরকারীভাবে সাহায্য সহযোগীতা আসেনি। কোন বেসরকারী এনজিও প্রতিষ্ঠানও আসেনি। এবিষয়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি।