দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জের ১ শিশুকে পাতানো নানা নিজ বাড়ীতে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষন করে, ৯ দিন পর পুলিশ সংবাদপেয়ে উদ্ধার করে করে হাসপাতালে ভর্তি করে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সোনাচালনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী ছাত্রী সোনাচালনী গ্রামের দরিদ্র দিন মুজুর বাবুল ইসলামের মেয়ে বৃস্টি খাতুন (৮) কে একই গ্রামের পাতানো নানা জয়নালের ছেলে মোঃ মতিউর রহমান (৩২) গত ৬ অক্টোবর নিজ বাড়ীতে নিয়ে যায়। রাতে নানার সাথে এক বিছানায় ঘুমিয়ে পড়ে। ঘুমের এক পর্যায় শিশু স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন ও রক্তাত্ত করে।
শিশুর চিৎকারে পরিবারের লোকেরা জেগে গেলে ধর্ষক নানা নিজ বাড়ী থেকে পালিয়ে গেলে সংবাদ পেয়ে বৃষ্টির বাবা ও পরিবারের অন্যরা বৃস্টিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে এসে ব্যাথার ওষুধ খাওয়ায়। ধর্ষক মতিউর রহমান পালিয়ে পলাশবাড়ী ইউপি সদস্য শাহ্ আলমের বাড়ীতে আশ্রয় নেয়। শাহ্ আলম স্থানীয় টাউট জহরুল ও দুলালের সহযোগিতায় সালিস মিমাংসার প্রস্তাব দিয়ে ঘটনাটি ৯ দিন কালক্ষেপন করে।
শিশুটির ক্ষতবিক্ষ যৌনাঙ্গ ইনফেকশন হয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাতে থাকলে পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমানকে অবহিত করা হয়। ইউপি চেয়ারম্যান জুয়েলুর রহমান শিশুটিকে থানায় পাঠিয়ে দেন।
সহকারী পুলিশ সুপার সুজন সরকার নিজেই শিশু স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় জবানবন্দী গ্রহন করেন। তিনি তাৎক্ষনিক ভাবে পুলিশের তত্বাবধানে স্কুল ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শিশু স্কুল ছাত্রী বৃস্টি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
উল্লেখিত ঘটনায় শিশু স্কুল ছাত্রীর বাবা বাবুল ইসলাম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ইং) এর ৯ (ক) ধারায় ৯(১১)১৬ নং-মামলা দায়ের করেছে।
ওসি আবু আক্কাছ আহ্মদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিউর রহমানকে রাতেই গ্রেফতার করা হলেও সহযোগি আসামীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোস্তাক আহম্মেদ মানিক ও স্কুল শিক্ষক আজাহার আলী সহ অন্যরা থানায় পৌছে দিয়ে ধর্ষনের ঘটনার সঠিক বিচার সহ ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।