আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ । এ উপলক্ষে জাতীয় আয়োজন কমিটির প্রথম সভা আজ পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণেরর সিটি মেয়র সাঈদ খোকন , যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ হোসেন জয় ,আয়োজন কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজি আক্তার উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এডমিরাল (অব:) খুরশীদ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।
সভায় উৎসবের আমেজে রোল বল ওয়াল্ডকাপ ২০১৭ আয়োজনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয় ।
পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেন রোল বল ওয়াল্ডকাপের মাধ্যমে বাংলাদেশকে ব্য্রন্ডিং করার যে সুযোগ রয়েছে তা ভালভাবে কাজে লাগাতে হবে । এই ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাতে পারব । পাশাপাশি তারা খেলাধূলার প্রতি তাদের উৎসাহ বাড়াতে আগ্রহী করবে ।
বিশ্বের ৫০টি দেশে রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ তে অংশ গ্রহণ করবে । রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ তে ৭০০জন খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে সভায় জানানো হয় ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান