পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

ইয়াবা ও হিরোইন সেবনে বাংলাদেশী ২ টাকার নোট ভারতে ৫ রুপিতে বিক্রি

বেনাপোল: ভারতে জুড়ে যখন ৫’শত এবং ১হাজার টাকার নোট বাতিলের শোক চলছে তখন হেরোইন-ইয়াবা মরণ নেশার কাজে ব্যবহার করতে ভারতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশি ২টাকার নতুন নোট। আর এ নোট বিক্রি হচ্ছে ভারতীয় ৫ রুপিতে। এ কারণে বেনাপোল সীমান্তের চোরাইপথ এবং আন্তজাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারতে পাচার হচ্ছে দুই টাকার নোট। বাংলাদেশী ২ টাকার নতুন নোট ভারতে পাচারকালে সম্প্রতি বেনাপোল চেকপোস্টের জিরো লাইন থেকে বিজিবির হাতে আটক হয়েছে দুই ভারতীয় পাসপোর্টধারী নাগরিক।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর ২৬ হাজার ১শটাকা মূল্যমানের ২টাকার নতুন নোট নিয়ে আটক হয় নাসিম উদ্দিন। সে ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এম২০২৫৬৯৫, এবং গত ১০ নভেম্বর নোম্যানস্ ল্যান্ড থেকে বেনাপোল আই,সি,পি ক্যাম্পের বিজিবির সদস্যদের হাতে আটক হয় কোলকাতার আরমান স্ট্রিটের ইউসুফ আলীর পুত্র মোঃ নাসের উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশী ৪১ হাজার ৬’শ টাকা মূল্যমানের ২ টাকার নতুন নোট। তাদের স্বিকার উক্তিতে বেরিয়ে আসে এমনি তথ্য। এছাড়া তারা আরও জানায়, বাংলাদেশী দুই টাকার নোটে জাল ২ডলার তৈরী করা কলিকাতায়।

ভারতীয় অসাধু ব্যবাসয়ীরা অধিক মুনাফার লোভে পাসপোর্ট এবং চোরাই পথে বাংলাদেশে এসে ২টাকার নতুন নোট পাচারে লিপ্ত রয়েছে। ভারতীয় ১ টাকা ৮০ পয়সা বিনিয়োগ করলেই ২টাকা ২০ পয়সা লাভ হচ্ছে।

বেনাপোল আন্তজাতিক চেকপোস্টের কাস্টমস্ তল্লাসী কেন্দ্রে ব্যাগেজ স্ক্যনিং মেশিন থাকলেও পাসপোর্ট যাত্রীর মাধ্যমে কিভাবে দালাল চক্রের মাধ্যমে প্রশাসনের চোখ গলিয়ে এই টাকা ভারতে পাচার হয়ে যাচেছ। নির্বাক প্রশাসন।

মাদকদ্রব্য সেবনকারীদের ভাষায়,পান্নী অর্থাৎ পাইপ। হেরোইন ও ইয়াবা আগুনের তাপে গরম করলে তরল পদার্থে পরিণত হয়। এসময় ঐ তরল পদার্থ থেকে ধোয়া বেরিয়ে আসে। সেই ধোয়া পান্নী বা পাইপের মাধ্যমে সেবন করে তারা। মূলত হেরোইন-ইয়াবা সেবনের পাইপ তৈরিতে আগে ব্যবহৃত হতো সিগারেটের প্যাকেটের মোটা কাগজ।কাগজর পাইপ অল্প তাপেই পুড়ে যায়। একবার নেশা করতে হলে তিন/চার বার পাইপ পাল্টাতে হয়। এই ঝামেল থেকে তাদের মুক্ত করেছে বাংলাদেশী ২টাকার নতুন নোট। এটি দিয়ে পাইপ তৈরি করলে একবারেই নেশার কাজ শেষ হয়। এ নোট একটু আলাদা ধরণের কাগজে তৈরি। নতুন নোট সহজে পানিতে ভিজে যায়না। এবং গরমের পুড়ে ছাই হয় না। তাইতো নেশখোরদের কাছে নেশার সুখটান দিতে বাংলাদেশী ২টাকার নোট খুবই প্রিয়।

বাংলাদেশী ২টাকার নতুন নোট যাতে ভারতে পাচার না হয় সেদিকে সংশিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবী জানান সচেতন এলাকাবাসি।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট বিজিবি কমান্ডার নজরুল ইসলাম জানান আটক ২টাকা নোট পাচারকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন গরুত্বপূর্ন তথ্য দিয়েছে। পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসব অনেক তথ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

ইয়াবা ও হিরোইন সেবনে বাংলাদেশী ২ টাকার নোট ভারতে ৫ রুপিতে বিক্রি

আপডেট টাইম : ০৩:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬

বেনাপোল: ভারতে জুড়ে যখন ৫’শত এবং ১হাজার টাকার নোট বাতিলের শোক চলছে তখন হেরোইন-ইয়াবা মরণ নেশার কাজে ব্যবহার করতে ভারতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশি ২টাকার নতুন নোট। আর এ নোট বিক্রি হচ্ছে ভারতীয় ৫ রুপিতে। এ কারণে বেনাপোল সীমান্তের চোরাইপথ এবং আন্তজাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারতে পাচার হচ্ছে দুই টাকার নোট। বাংলাদেশী ২ টাকার নতুন নোট ভারতে পাচারকালে সম্প্রতি বেনাপোল চেকপোস্টের জিরো লাইন থেকে বিজিবির হাতে আটক হয়েছে দুই ভারতীয় পাসপোর্টধারী নাগরিক।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর ২৬ হাজার ১শটাকা মূল্যমানের ২টাকার নতুন নোট নিয়ে আটক হয় নাসিম উদ্দিন। সে ভারতের পশ্চিম বাংলার উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এম২০২৫৬৯৫, এবং গত ১০ নভেম্বর নোম্যানস্ ল্যান্ড থেকে বেনাপোল আই,সি,পি ক্যাম্পের বিজিবির সদস্যদের হাতে আটক হয় কোলকাতার আরমান স্ট্রিটের ইউসুফ আলীর পুত্র মোঃ নাসের উদ্দিন। তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশী ৪১ হাজার ৬’শ টাকা মূল্যমানের ২ টাকার নতুন নোট। তাদের স্বিকার উক্তিতে বেরিয়ে আসে এমনি তথ্য। এছাড়া তারা আরও জানায়, বাংলাদেশী দুই টাকার নোটে জাল ২ডলার তৈরী করা কলিকাতায়।

ভারতীয় অসাধু ব্যবাসয়ীরা অধিক মুনাফার লোভে পাসপোর্ট এবং চোরাই পথে বাংলাদেশে এসে ২টাকার নতুন নোট পাচারে লিপ্ত রয়েছে। ভারতীয় ১ টাকা ৮০ পয়সা বিনিয়োগ করলেই ২টাকা ২০ পয়সা লাভ হচ্ছে।

বেনাপোল আন্তজাতিক চেকপোস্টের কাস্টমস্ তল্লাসী কেন্দ্রে ব্যাগেজ স্ক্যনিং মেশিন থাকলেও পাসপোর্ট যাত্রীর মাধ্যমে কিভাবে দালাল চক্রের মাধ্যমে প্রশাসনের চোখ গলিয়ে এই টাকা ভারতে পাচার হয়ে যাচেছ। নির্বাক প্রশাসন।

মাদকদ্রব্য সেবনকারীদের ভাষায়,পান্নী অর্থাৎ পাইপ। হেরোইন ও ইয়াবা আগুনের তাপে গরম করলে তরল পদার্থে পরিণত হয়। এসময় ঐ তরল পদার্থ থেকে ধোয়া বেরিয়ে আসে। সেই ধোয়া পান্নী বা পাইপের মাধ্যমে সেবন করে তারা। মূলত হেরোইন-ইয়াবা সেবনের পাইপ তৈরিতে আগে ব্যবহৃত হতো সিগারেটের প্যাকেটের মোটা কাগজ।কাগজর পাইপ অল্প তাপেই পুড়ে যায়। একবার নেশা করতে হলে তিন/চার বার পাইপ পাল্টাতে হয়। এই ঝামেল থেকে তাদের মুক্ত করেছে বাংলাদেশী ২টাকার নতুন নোট। এটি দিয়ে পাইপ তৈরি করলে একবারেই নেশার কাজ শেষ হয়। এ নোট একটু আলাদা ধরণের কাগজে তৈরি। নতুন নোট সহজে পানিতে ভিজে যায়না। এবং গরমের পুড়ে ছাই হয় না। তাইতো নেশখোরদের কাছে নেশার সুখটান দিতে বাংলাদেশী ২টাকার নোট খুবই প্রিয়।

বাংলাদেশী ২টাকার নতুন নোট যাতে ভারতে পাচার না হয় সেদিকে সংশিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবী জানান সচেতন এলাকাবাসি।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট বিজিবি কমান্ডার নজরুল ইসলাম জানান আটক ২টাকা নোট পাচারকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন গরুত্বপূর্ন তথ্য দিয়েছে। পুলিশ তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসব অনেক তথ্য।