ফারুক আহম্মেদ সুজন : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পদ্মার তীরবর্তি চরকান্দ গ্রামবাসীরা একটি রাস্তার অভাবে ভোগান্তির স্বীকার। জানা যায়, ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ব্রাহা পদ্মার তীরবর্তি এলাকায় ও নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন। এই দুই উপজেলার, দুই ইউনিয়নের মাঝে পড়ে আছে বিশাল চরকান্দা গ্রাম। ভোক্তভোগিরা জনান, একটি রাস্তার অভাবে আমরা খুব কষ্টে আছি। ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে হয় তিন কিলোমিটার পায়ে হেটে। কোন প্রসূতি মহিলা বা অন্য কোন রুগীদের জরুরী ভাবে হাসপাতালে নিতে পারছিনা। লোকমান শেখ বললেন, রাস্তার অভাবে ছেলে মেয়েদের ভাল কোন সমন্ধ্য আসেনা। রাহেলা খাতুন কান্না সুরে বলেন, গতবছর আমার ছেলে রহিম স্কুলে যাওয়ার সময় পানিতে পরে মারা গেছে। তাই অন্য কারো ছোট ছেলে স্কুলে গেলে তাকাইয়া থাকি, সে যেতে পারছে না পানিতে পড়ে যায়। তাই এলাকাবাসীর দাবী মাত্র তিন কিলোমিটার এই রাস্তাটা অতি জরুরী মেরামত করাহোক, চরকান্দা দেখুক আলোর মুখ।
শিরোনাম :
দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাস্তার অভাবে ভোগান্তি দেখার কেউ নেই
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
- ১৬৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ