বাংলার খবর২৪.কম,শিকাগো: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলনয় স্টেটের শিকাগো শহরে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি রাস্তার উদ্বোধন সম্পন্ন হয়েছে। আর এ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সহস্রাধিক বিএনপি নেতা-কর্মী।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে এ সড়কের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
শিকাগো শহরে ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের এক হাজারেরও বেশি নেতাকর্মী ও উচ্চপদস্ত ব্যক্তিবর্গ। আর এ অংশগ্রহণ বিকেল নাগাদ আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপির ও জিয়াউর রহমান ওয়ে’র মূল উদ্যোক্তার একটি ঘনিষ্ট সূত্র শীর্ষ নিউজকে জানান, আজকের এই দিনটি হবে একটি যুগান্তকারী ও ঐতিহাসিক। কারণ ইতিপূর্বে কোনো রাষ্ট্রপ্রধান বা বিশেষ ব্যক্তির নাম ফলক উন্মোচনে এত মানুষের সমাগম ঘটেনি।
যুক্তরাষ্ট্রে কূটনৈতিক, চাপ আর আওয়ামী লীগের প্রতিবাদের মুখেও অবশেষে বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শিকাগোতে একটি রাস্তার নামফলক স্থাপন সম্পন্ন হয়েছে। আর ইলিনয় স্টেটের শিকাগো শহরে আজ 'জিয়াউর রহমান ওয়ে'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
শিকাগো সিটি কাউন্সিলে জিয়াউর রহমানের নামে অনুমোদিত রাস্তার নামকরণের উদ্যোগ নিলে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নানাভাবে বাধা সৃষ্টি করে। বিশেষ করে স্টেট ডিপার্টমেন্ট, ইলিনয় স্টেট এবং শিকাগো সিটি কর্তৃপক্ষের কাছে জিয়াউর রহমানের বিরুদ্ধে নানাবিধ কুৎসা রটনা করা হয়। তাকে ‘বিতর্কিত’ প্রমাণ করতে রাস্তার নামকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
এর আগে উদ্ভুত এ পরিস্থিতিতে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামকরণের উদ্যোক্তাদের ডেকে পাঠান শিকাগো সিটি মেয়র রাম ইমানুয়েল। পুরোনো রেকর্ড এবং আরো কিছু নতুন ডকুমেন্ট প্রদর্শনের পর সিটি মেয়র দ্রুত নামফলক স্থাপনের নির্দেশ দেন। শুক্রবার নামফলক স্থাপন করা হয়। আর রোববার নিজে উপস্থিত থেকে ‘জিয়াউর রহমান ওয়ে’র উদ্বোধন করেন সিটি মেয়র রাম ইমানুয়েল।
সিটির ৬৮০০ নর্থ ক্লার্কের ওয়েস্ট প্রাট ব্লুভার্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ৬৭৫০ নর্থ ক্লার্কের পশ্চিম কলম্বিয়ার উত্তর-পশ্চিম প্রান্তকে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়রসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে ২০০৪ সালে শিকাগো সিটি আনুষ্ঠানিকভাবে জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতিপত্রে বলা হয়, ১৯৭১ সালের ২৬মার্চ জিয়াউর রহমানের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা এবং তৎপরবর্তী ৯ মাসের যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়।
১৯৭৬ সালে জিয়াউর রহমান বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসির সূচনা করেন। শিকাগোতে বসবাসকারী বাংলাদেশিসহ সব অধিবাসী ২৫ মার্চ ‘জিয়াউর রহমান ডে’ পালন করবে বলে সিটি কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৫ মার্চ শিকাগোতে ‘জিয়াউর রহমান ডে’ পালন করা হয় এবং জিয়াউর রহমান প্যারেডসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিকাগোবাসী।
এদিকে, বাংলাদেশি বংশোদ্ভুত নাগরিকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। এতে শিকাগো ছাড়াও বিভিন্ন স্টেটের বিএনপি নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। স্টেট বিএনপির নেতা-কর্মীরা ইতিমধ্যে শিকাগোতে জড়ো হওয়া শুরু হয়েছেন।
জিয়াউর রহমানের নামে রাস্তার নামফলক স্থাপিত হওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা হয়েছেন চরম ক্ষুব্ধ।
স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) শুরু হবে এ অনুষ্ঠান। এতে শিকাগো ছাড়াও বিভিন্ন স্টেটের বিএনপি নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান