বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। দুই ধাপে জমা হওয়া এই অর্থের এক কোটি ডলার জমা হয় সোমবার। আজ মঙ্গলবার বাকি ৪৬ লাখ ৩০ হাজার ডলার জমা হয়েছে।
মঙ্গলবার রিজার্ভ চুরির এই অর্থ জমা হওয়ার তথ্য জানান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ। দেবপ্রসাদ দেবনাথ আরও বলেন, জব্দকৃত বাকি অর্থ আদায়ে ২৮ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক নেতৃত্বে ফিলিপাইন যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
এই দলে গভর্নর ফজলে কবিরের যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দু'জন কর্মকর্তা যাবেন অর্থ মন্ত্রণালয় থেকে। প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভ ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।
এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) এবং বাকি ২ কোটি ডলার শ্রীলঙ্কার প্যান এশিয়ান ব্যাংকে পাঠানো হয়। ইতিমধ্যে শ্রীলঙ্কার যাওয়া অর্থ ফেরত পাওয়া গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান