ডেস্ক: নিজের পূর্বপুরুষদের জমি ও ভিটেবাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতিগত সংখ্যালঘু, ক্ষুধার্ত ও বেকার সাঁওতালেরা।
সোমবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাঁওতালদের ত্রাণ সহায়তা দিতে গেলে তারা ক্ষুব্ধ হযে এই প্রতিক্রিয়া জানায়। আজ সাঁওতাল সম্প্রদায়ের ১৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার করে তেল এক কেজি আলু, এক কেজি লবণ ও দুটি কম্বল বিতরণের কথা ছিল
রিনা মারদি (২৮) নামে ক্রুদ্ধ এক সাঁওতাল জানান, আমাদের বাড়িঘর থেকে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমাদের ছাগল-গরু লুট করা হযেছে। ক্ষুধায় মারা যাবো কিন্তু এই ত্রাণ আমরা নেবো না। আমরা আমাদের জমি ফেরত চাই।
গাইবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আজ বেলা ১১টার দিকে একটি ভ্যান গাড়ি ত্রাণ সহায়তা নিয়ে মাদারগঞ্জ ও জয়পুর গ্রামে যায়। উচ্ছেদ হওয়ার কারণে এই মুহূর্তে তারা বেকার হয়ে পড়েছে। মানবিক কারণে সরকার তাদের এই ত্রাণ সহায়তা সরবরাহ করছে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দিন একজন মারা যান। পরে একজনের লাশ উদ্ধার করা হয় ধানখেত থেকে এবং একজন বাড়িতে মারা যান। সাঁওতালদের অভিযোগ, শেষের দুজন ওই হামলায় আহত হয়ে মারা গেছেন।