পিরোজপুর: কুপ্রস্তাব গ্রহণ না করায় এক স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেছে তারই বখাটে সহপাঠী এক কিশোর। শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্ধারমানিক গ্রামে এই ঘটনা ঘটে।
আহত হিরা মনি চলমান জেএসসি পরীক্ষার্থী। গত তিনদিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে মিঠু মিস্ত্রী (১৪) ও তার সহযোগী শাহাদাৎ হোসেন (২৫) নামের দুই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
শনিবার রাতেই অভিযান চালিয়ে মিঠু মিস্ত্রীকে
গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধারমানিক গ্রামের স্বামী পরিত্যক্তা ও পৌর শহরের এক পান বিক্রেতার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একই এলাকার মনোরঞ্জন মিস্ত্রীর ছেলে মিঠু মিস্ত্রী দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল।
শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা পৌর শহরে দোকানে থাকায় স্কুলছাত্রী একাকী ঘরে বসে পড়ছিল। এসময় ওই মিঠু মিস্ত্রী তার সহযোগী শাহাদাৎ হোসেনকে নিয়ে ছাত্রীর ঘরে ঢুকে ফের কুপ্রস্তাব দেয়।
এতে রাজি না হওয়ায় মিঠু মিস্ত্রী তাকে জোরপূর্বক জাপটে ধরে (প্রচার অযোগ্য শব্দ) চেষ্টা চালায়। ওই স্কুলছাত্রী চিৎকার দিলে মিঠু মিস্ত্রী ব্লেড দিয়ে তার ঘাড়ে ও হাতে এলোপাতাড়ি পোচ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কিশোর মিঠু মিস্ত্রীকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান